Top News

‘বাম আমলে ১ মিনিটে কাজ হত, এখন চলছে দালালরাজ’, এসএসকেএম বয়কটের ডাক মদন মিত্রের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাম জমানার এসএসকেএমের প্রশংসা মদন মিত্রের। এসএসকেএম হাসপাতালে তৃণমূল নেতা মদন মিত্রর দাপট বরাবরই। এত দাপট থাকা সত্ত্বেও এই হাসপাতালে রোগী ভর্তি করতে পারলেন না কামারহাটির বিধায়ক। শুক্রবার রাতে তাঁর অনুরোধে কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন মদন। এমনকী রোগী ভরতি করাতে না পেরে স্বাস্থ্য সচিব, মন্ত্রীকেও ফোন করেন মদন মিত্র। তাতেও কাজ হয়নি। সেই রোগীকে ভরতি করাতে পারেননি তিনি। এরপরই এসএসকেএমের অব্যবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র। তিনি অভিযোগ করেন এসএসকেএম-এ দালালরাজ চলছে। মদন মিত্র বলেন, ‘সিপিএম-এর সময় রোগী ভর্তি করতে ১ মিনিট লাগত। আর এখন এই অবস্থা।’

জানা গিয়েছে, শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় আহত হন শুভদীপ পাল নামের এক যুবক। তিনি এক সরকারি হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়ান। তাঁকে এসএসকেএম-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে ভরতি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি। এই আবহে মদন মিত্র বলেন, ‘সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে?’ মদন মিত্র জানান তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে ফোন করেছিলেন। তবে মন্ত্রী নাকি তাঁকে বলেন, তিনি এখন কাউকে পাবেন না। তাতে ক্ষুব্ধ মদন বলেন, ‘ট্রমা কেয়ার তৈরি হয়েছে জনগণের জন্য। রোগী যদি ভরতি নাও করা যায়, চিকিৎসা তো হবে। এখানে ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়ার কথা।’ তিনি প্রশ্ন করেন, ‘আমরা আসার পরও যদি এই অবস্থা হয়, তাহলে গরিব মানুষগুলোর কি অবস্থা?’

এসএসকেএমের বর্তমান পরিস্থিতি সরাসরি মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপ দাবি করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি দাবি করেন, যতদিন না মুখ্যমন্ত্রী এই অব্যবস্থায় হস্তক্ষেপ করছেন, ততদিন যেন রোগীরা এসএসকেএম-এ না আসেন। মদন মিত্র বলেন, ‘আমি সবাইকে বলতে চাই, এসএসকেএম-কে না বলুন। অন্য জায়গায় রোগীদের চিকিৎসার জন্য যত খরচ লাগবে আমি হাতের ঘড়ি, আংটি বিক্রি করে দেব। যদি অন্য হাসপাতালে যাওয়ার পথে রোগী মারা যান, তাহলে মেডিক্যাল অফিসারের নামে মামলা করুন। আমি মামলা লড়ার খরচ দেব। সঙ্গে মৃতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ।’ মদনের অভিযোগ, বাইরে থেকে এসে দালাল ঘুরছে। ট্রমা সেন্টারে ভরতি করতে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চাইছে। এই আবহে পিজি-র সুপার, ডিরেক্টরের পদত্যাগ দাবি করেন মদন মিত্র। তিনি বলেন, ‘সিপিএম-এর আমল হলে এক মিনিট লাগত রোগী ভরতি করতে।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

China | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চিন, হাইওয়েতে ধস নেমে মৃত অন্তত ১৯

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে (Heavy rain) বিপর্যস্ত চিন (China)। এই বৃষ্টির জেরে হাইওয়েতে…

1 min ago

Skin care tips | গরমে ত্বকের জেল্লা ফেরাতে ভরসা শুধুমাত্র জল, রইল টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে ত্বকের জেল্লা হারিয়ে যাচ্ছে। রোদের তেজে ত্বক শুষ্ক হয়ে…

1 min ago

বিরোধী দলনেতার সিলমোহর ছাড়াই পঞ্চায়েতের কাজ, ক্ষোভ

জটেশ্বরঃ গ্রাম পঞ্চায়েত গঠনের পর প্রায় এক বছর হয়ে গিয়েছে। তারপরেও মেলেনি বিরোধী দলনেতা পদের…

2 mins ago

Mamata Banerjee | ‘কিছু বললেই বলে তৃণমূল চোর’, এবার প্রমাণ চাইলেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ থেকে র‍্যাশন একাধিক দুর্নীতির খবরে সরগরম বাংলা। রাজ্য সরকারের বহু…

19 mins ago

গরমে রুটি খেলে গলা-বুক জ্বালা করে! গমের আটার রুটির বিকল্প কী খাওয়া যেতে পারে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেকেই সকালের জলখাবারেও রুটি, আলু বা অন্য কোনও তরকারি খায়। তবে…

23 mins ago

Kunal Ghosh | বিজেপি প্রার্থীর প্রশংসার জের! তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার…

24 mins ago

This website uses cookies.