Saturday, May 11, 2024
HomeBreaking NewsIND vs ENG Rajkot Test | ভাইজ্যাগের পর রাজকোট, যশস্বীর ডাবল সেঞ্চুরিতে...

IND vs ENG Rajkot Test | ভাইজ্যাগের পর রাজকোট, যশস্বীর ডাবল সেঞ্চুরিতে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (IND vs ENG Rajkot Test) পিঠের চোট সারিয়ে মাঠে ফিরেই দ্বিশতরান করলেন যশস্বী জয়সোয়াল। রাজকোটের ২২ গজে ইংল্যান্ডের কোনও বোলারকেই রেয়াত করলেন না যশস্বী। বিনোদ কাম্বলি, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দু’টি টেস্টে দ্বিশতরান করার নজির গড়লেন তিনি। ভারত ৪৩০ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার পর ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৫৫৭ রান।    

ভাইজ্যাগের পর তাঁর ব্যাট থেকে বেরোল ফের দ্বিশতরান। তৃতীয় দিনের শেষ সেশনে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন। মাত্র ২৩১ বল খেলে তিনি ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। ভাইজ্যাগে প্রথম ইনিংসে ২০৯ রানের ইনিংস এসেছিল যশস্বীর ব্যাট থেকে। রবিবার শুভমন গিল আউট হওয়ার পর আবার ব্যাট করতে নামেন যশস্বী। আগের দিনের মতোই সাবলীল ভাবে ব্যাট করলেন তিনি। মাঠে নেমেই একপ্রকার শাসন করতে থাকেন ইংল্যান্ডের বোলারদের। শেষ পর্যন্ত যশস্বী অপরাজিত থাকলেন ২১৪ রানে। এটাই টেস্টে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। যশস্বীর ইনিংসটি ১৪টি চার এবং ১২টি ছয় দিয়ে সাজানো। তার মধ্যে রয়েছে জেমস অ্যান্ডারসনের পর পর তিন বলে তিনটি ছক্কা হাঁকান তিনি।

এদিন দ্বিশতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি রেকর্ড ভেঙে চুরমার করেন তরুণ তুর্কি। প্ৰথম ভারতীয় ব্যাটার হিসাবে নিজের টেস্ট কেরিয়ারের প্ৰথম তিন শতরান-ই কনভার্ট করলেন দেড়শ প্লাস স্কোরে।

দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এতদিন ছিল রোহিত শর্মার দখলে (বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১৯)। সেই সিংহাসন থেকে রোহিতকে টেনে নামালেন যশস্বী। ২০২৩-এর জুলাইয়ে অভিষেক হওয়ার পর কোনও ব্যাটার এত বেশি ছক্কা হাঁকাননি। এই টেস্টে যশস্বী মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন। তার মধ্যে রয়েছে জেমস অ্যান্ডারসনের পর পর তিন বলে তিনটি ছক্কা হাঁকান তিনি।

কাম্বলি ২১ বছর ৫৪ দিন বয়সে টেস্টে দু’টি দ্বিশতরান করেছিলেন। ডন ব্র্যাডম্যান ২১ বছর ৩১৮ দিনে টেস্টে দু’টি দ্বিশতরানের মালিক হয়েছিলেন। যশস্বী এই কৃতিত্ব গড়লেন ২২ বছর ৪৯ দিন বয়সে। গ্রেম স্মিথকে টপকে এই তালিকায় তৃতীয় স্থানে থাকলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ২২ বছর ১৭৩ দিনে দু’টি টেস্ট দ্বিশতরান করেছিলেন।

এদিন যশস্বীর দ্বিশতরান এবং সরফরাজ় খানের অর্ধশতরান পূর্ণ হওয়ার পর বেশি ক্ষণ আর ব্যাট করেনি ভারত। ৪ উইকেটে ৪৩০ রান তুলে ডিক্লেয়ার করে দিলেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত যশস্বীর সঙ্গে ২২ গজে ছিলেন সরফরাজ। সরফরাজ অপরাজিত থাকলেন ৭২ বলে ৬৮ রান করে। ৬টি চার এবং ৩টি ছক্কা মারলেন। শুভমন গিল আউট হয়েছেন ৯১ রান করে। জয়ের জন্য বেন স্টোকসদের লক্ষ্য ৫৫৭ রান। চা পানের বিরতি পর্যন্ত স্টোকসদের রান ২ উইকেটে ১৮। ২২ গজে রয়েছেন অলি পোপ (অপরাজিত ২)। আউট হয়েছেন জ্যাক ক্রলি (১১) এবং বেন ডাকেট (৪)।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL | নির্বাসনের কবলে ঋষভ পন্থ, নতুন অধিনায়ক নিয়ে ধোঁয়াশা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে এক ম্যাচ্বের জন্য নির্বাসিত করা হল আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার কারণে। প্রসঙ্গত, ৭...

0
ভায়ের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা

Lok Sabha Election 2024 | মিঠুনের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থীর...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। শনিবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন...
husband tortured his wife with cigarette butts

Raiganj | দেহ ব্যবসায় রাজি হয়নি স্ত্রী, সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালাল স্বামী

0
রায়গঞ্জ: দেহ ব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীর সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন চালাল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ(Raiganj) থানার শেরপুর গ্রাম পঞ্চায়েতের...

Kaliyaganj | মাঝ রাস্তায় লরি দাঁড় করিয়ে গভীর ঘুমে চালক, কী হল তারপর?

0
কালিয়াগঞ্জ: নেশায় বুঁদ হয়ে চার চাকার ছোট লরি রাস্তার মাঝে দাঁড় করিয়ে চালকের আসনে বসেই ঘুমিয়ে পড়লেন স্বয়ং চালক। এর জেরে শহরের ব্যস্ততম রাস্তায়...

Most Popular