Tuesday, June 18, 2024
HomeMust-Read NewsIndia Tour | রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে ভারত ভ্রমণ! ১৭৫ দিন...

India Tour | রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে ভারত ভ্রমণ! ১৭৫ দিন পর ফিরলেন কামাখ্যাগুড়ির উত্তম

কামাখ্যাগুড়িঃ বাবা ফেরিওয়ালা। সংসারে অভাব নিত্য সঙ্গী। নিজে এবং  দাদা সংসারের অভাব মেটাতেই দুজনেই পরিযায়ী শ্রমিক। কিন্তু  সমাজের জন্য মানুষের জন্য কাজ করা তাঁর নেশা। কামাখ্যাগুড়ি ভলান্টিয়ার অর্গানাইজেশন নামে একটি সংস্থায় যুক্ত হয়ে প্রতিনিয়ত সামাজিক কর্মকাণ্ডে নিজেকে শামিল রাখেন কামাখ্যাগুড়ি চড়কতলা এলাকার যুবক উত্তম বর্মন। রক্তদানে মানুষ কে উদ্বুদ্ধ করারও কাজ করেন তিনি। কিন্তু রক্তদান করতে অনেকেরই অনীহা রয়েছে, অনেকের মনে ভয়ও কাজ করে। এছাড়া পরিবেশ দূষণ সমাজের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটা অনুধাবন করেই উত্তম ঠিক করেন সাইকেলে করে সারা ভারতবর্ষ ভ্রমণ করে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করবেন। সেকারণে ভুটানে শ্রমিকের কাজ করে টাকা জমিয়ে গত ডিসেম্বর মাসেই বাড়ি চলে আসেন তিনি।

গত ২৫ ডিসেম্বর বাড়ি থেকে বের হয় উত্তম। টানা ১৭৫ দিনে ১৭ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে সারা ভারত ভ্রমণ করে রক্তদানের প্রয়োজনীয়তা এবং দূষণমুক্ত পৃথিবী গড়ার বার্তা ছড়িয়ে দেন তিনি। শুক্রবার বাড়িতে ফেরেন তিনি। সেদিন তাকে স্বাগত জানান কামাখ্যাগুড়ির মানুষ। কামাখ্যাগুড়ি ভলান্টিয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে কামাখ্যাগুড়ি চৌপথিতে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। উত্তমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কামাখ্যাগুড়ি মানুষ।

কামাখ্যাগুড়ি ভলান্টিয়ার অর্গানাইজেশনের সম্পাদক উদয় শঙ্কর দেবনাথ জানান, “আমাদের সংগঠনের একজন সক্রিয় সদস্য উত্তম বর্মন। তিনি আমাদের প্রতিটি কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখেন। আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি। এছাড়া রক্তদানে উদ্বুদ্ধ করার কাজও আমরা নিয়মিত ভাবে করি। উত্তম আমাদেরকে প্রস্তাব দেয় সে সাইকেলে করে ভারত ভ্রমন করে রক্তদানের উদ্বুদ্ধ করার পাশাপাশি দূষণমুক্ত পৃথিবী গড়ার বার্তা ছড়িয়ে দেবেন। আমরা তাঁকে উৎসাহ দেই। এরপরেই উত্তম গত বছর ডিসেম্বর মাসে এই পরিক্রমা শুরু করেন। তাঁর এই কর্মকাণ্ডকে আমরা কুর্নিশ জানাচ্ছি।”

উত্তম জানান, “সমাজের জন্য মানুষের জন্য কাজ করতে গেলে কোনও বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সমাজের সর্বস্তরের মানুষ, পুলিশ প্রশাসন আমার এই কর্মকাণ্ডকে সফল করার জন্য ভীষণভাবে সহযোগিতা করেছে। তাঁদের সহযোগিতা ছাড়া এই ভারত ভ্রমণ আমার পক্ষে সম্ভব হত না। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারা ভারতবর্ষ ঘুরে মানুষকে রক্তদান এবং পরিবেশ সম্পর্কে সচেতন করেছি। কিছু মানুষও যদি রক্তদানে এগিয়ে আসে তবে আমার এই উদ্যোগ সফল।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bomb Threat | পাটনা বিমানবন্দরে বোমা হামলার হুমকি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে (Patna Airport) বোমা হামলার হুমকি। ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি (Bomb Threat) দেওয়া হয়েছে বলে...

Train Accident | সিগন্যাল ভাঙার অনুমতি দিয়েও কেন মালগাড়ির চালক-সহচালকের বিরুদ্ধে এফআইআর? প্রশ্নের মুখে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা বিপর্যয়ে (Train Accident) মালগাড়ির চালক ও সহকারি চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে নিউ জলপাইগুড়ি জিআরপিতে। এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে...

Train accident | বৃষ্টি পড়ায় বাতানুকূল কামরায় উঠেই প্রাণরক্ষা! দুর্ঘটনার কথা ভেবেই শিউরে উঠছেন...

0
গাজোল: অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল বলে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjungha Express) জেনারেল কামরায় উঠতে পারেননি। উঠে পড়েছিলেন এসি কামরায়। তার জন্যই হয়তো বরাতজোরে প্রাণে...

Lightning | বজ্রপাতে মৃত্যু যুবকের

0
চোপড়া: বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার চোপড়া থানার আমবাড়ি-লোধাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আরও কয়েকজন জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের...

Putin to visit north korea | অস্ত্র চুক্তি! ২৪ বছর পর কিমের দেশে পুতিন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধের মাঝে উত্তর কোরিয়া যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin to visit north korea)। দীর্ঘ ২৪ বছর পর ‘বন্ধু’...

Most Popular