Breaking News

অনবদ্য বোলিংয়ে কুপোকাৎ অস্ট্রেলিয়া, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিরিজ জয় ভারতের। চতুর্থ টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে দিল ভারত। ৫ ম্যাচের সিরিজে তিনটি ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করল সূর্যরা। অস্ট্রেলিয়া জিতেছে ১ টি ম্যাচে। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে করে ১৭৪ রান। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ৭ উইকেট হারিয়ে করে ১৫৪ রান। ২০ রানে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। অজিদের বিরুদ্ধে টি-২০ তে সিরিজ জিতে কিছুটা হলেও ‘প্রতিশোধ’ নিলেন সূর্যরা। ৫ ম্যাচের সিরিজে তিনটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। রবিবার বেঙ্গালুরুর ম্যাচ হয়ে দাঁড়াল শুধুই নিয়মরক্ষার। সিরিজের গত তিনটি ম্যাচেই ২০০র বেশি রান করা অভ্যাসে পরিনত করে ফেলেছিল ভারতের ব্যাটাররা। এদিনও অজিদের বিরুদ্ধে রায়পুরের বীর নারায়ন সিং স্টেডিয়ামে বড় রান গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও অস্ট্রেলিয়ার বোলিংয়ের দাপটে মাত্র ১৭৪ রানেই আটকে যায় ভারত।

এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। ব্যাট করতে নেমে দুই ওপেনার যশশ্বী জয়সওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড ৬ ওভারে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে এই জুটি ভাঙতেই ভারতীয় ব্যাটিং বিভাগে ধস নামে। রিঙ্কু সিংয়ের ২৯ বলে ৪৬ রানের তাঁর ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে তোলে ১৭৪। ৩৫ রানের ইনিংস খেলে রিঙ্কুকে যোগ্য সঙ্গত দেন জিতেশ শর্মা। এদিন ভারতীয় দলে প্রথম একাদশে চারটি পরিবর্তন আনা হয়। দলে ফেরেন মুকেশ কুমার, শ্রেয়স আয়ার, দীপক চাহার ও জিতেশ শর্মা।

১৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও জশ ফিলিপ। প্রথম দু’ওভারে ওঠে অস্ট্রেলিয়ার ১৮ রান। তৃতীয় ওভারে চাহারকে মেরে ২২ রান নেন ট্রেভিস হেড। চারটি চার এবং একটি ছয় মারেন তিনি। চতুর্থ ওভারে বিষ্ণোই প্রথম বলেই জশ ফিলিপেকে ফেরান সাজঘরে। পঞ্চম ওভারে অক্ষর পটেলের বলে আউট হন হেডও (৩১)। পর পর দুটি উইকেট প্রাপ্তিতে ভারত ম্যাচে ফিরে আসে। পরে আউট হন বেন ম্যাকডারমট (১৯) এবং হার্ডিও (৮)। ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। দলকে জেতানোর জন্য কিছুটা হলেও লড়াই চালিয়ে যান ডেভিড এবং ম্যাথু। এই দুই ব্যাটারকে পর পর ফিরিয়ে দেন চাহার। ওয়েড শেষ পর্যন্ত ৩৬ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩১ রান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থমকে যায় ১৫৪ রানে। ক্যাপ্টেন হিসেবে প্রথম সিরিজই জিতলেন সূর্য।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Darjeeling Paragliding | ৭ বছর বন্ধ থাকার পর দার্জিলিংয়ে ফের চালু প্যারাগ্লাইডিং

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের (Tourist) আকর্ষিত করতে সাত বছর বন্ধ থাকার পর পুনরায় দার্জিলিংয়ে…

42 mins ago

Wood Theft | রেঞ্জ অফিস থেকে উধাও চোরাই কাঠ, উঠছে প্রশ্ন

রাজু সাহা, শামুকতলা: জঙ্গল থেকে কাঠ চুরির অভিযোগ (Wood Theft) হামেশাই ওঠে। তবে এবার খোদ…

55 mins ago

Covid vaccine | ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া, বাজার থেকে কোভিশিল্ড তুলে নিল অ্যাস্ট্রাজেনেকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাজার থেকে কোভিড ভ্যাকসিন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা।…

1 hour ago

Rabindra Temple | ঠাকুরনগরের রবীন্দ্র মন্দিরে ‘কুনজর’ জমি মাফিয়াদের

সানি সরকার, শিলিগুড়ি: ছোটবেলায় বাবার হাত ধরে শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ-দর্শন কিশোর শরৎচন্দ্রের মনে কতটা প্রভাব…

1 hour ago

Rabindranath Tagore Jayanti | জন্মজয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা মোদি-মমতার, বাংলায় কবিতা প্রধানমন্ত্রীর গলায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী (Rabindranath Tagore Jayanti)। এই…

2 hours ago

This website uses cookies.