Tuesday, July 2, 2024
HomeBreaking Newsটি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাটকীয় জয় ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাটকীয় জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নাটকীয় জয় ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। বিরাট কোহলির হাফ-সেঞ্চুরির দৌলতে ভারত ৭ উইকেটে ১৭৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৭ রানে জয়ী হয় ভারত।

১১ বছরের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জিতল টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ লিগ, সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে টুর্নামেন্টের ৮টি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে ওঠে ভারত। যদিও, তারা জেতে ৭টি ম্যাচ। একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যাক্ত হয়। খেতাবের লড়াইয়ে ভারতের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। তারাও আগাগোড়া অপরাজিত থেকে ফাইনালে ওঠে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগ থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত সবক’টি ম্যাচ জেতে। ফলে এদিনের ফাইনাল ছিল সেয়ানে সেয়ানে টক্কর।

এর আগে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। শনিবার দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ফাইনালের আগে ৭ ম্যাচে ৭৫ রান করা বিরাট ফাইনালে করেছেন ৫৯ বলে ৭৬ রান। মূলত কোহলির ব্যাটে ভর করেই ভারত ১৭৬ রানের স্কোর খাঁড়া করে।

রান তাড়া করতে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে ট্রিস্তান স্টাবসের সঙ্গে ৩৮ বলে ৫৮ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান ওপেনার কুইন্টন ডি কক। এরপর হেনরি ক্লেসেনের সঙ্গে ২৩ বলে ৩৬ রান করে আউট হন ডি কক।

পঞ্চম উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে মাত্র ২২ বলে ৪৫ রানের জুটি গড়েন ক্লেসেন। ৩৬ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৪৫ রান। অক্ষর প্যাটেলকে দুটো চার আর দুটো ছক্কা হাঁকিয়ে ২৪ রান আদায় করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন হেনরি ক্লেসেন। জয়ের জন্য শেষ ৩০ বলে প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। কিন্তু এখান থেকেই খেলা ঘুরে যায়। হেনরি ক্লেসেন ও মার্কো জেনসেনের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২০ রান। আর্শদীপ সিংয়ের ১৯তম ওভারে মাত্র ৪ রান আসে। জয়ের জন্য শেষ ৬ বলে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো ১৬ রান। ব্যাট করছিলেন ডেভিড মিলার ও কেশভ মহারাজ। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ডেভিড মিলার। শেষে জয়ের জন্য ৪ বলে দরকার ছিল ১২ রান। তৃতীয় বলে সিঙ্গল নেন রাবাদা। জয়ের জন্য ৩ বলে প্রয়োজন ছিল ১১ রান। চতুর্থ বলে এক রানের বেশি করতে পারেননি মহারাজ। পরের ডেলিভারি ওয়াইড দেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ২ বলে দরকার ছিল ১০ রান। পঞ্চম বলে ক্যাচ তুুলে দেন রাবাদা। শেষ বলে এক রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

অনুমতি ছাড়া ভিডিও ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ চোপড়ার নির্যাতিতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনুমতি ছাড়া নির্যাতনের ভিডিও ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ হলেন চোপড়ার নির্যাতিতা। এদিন তিনি চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে...

Siliguri | প্রধান থেকে আধিকারিক কেউই নেই! পঞ্চায়েত অফিসে অচলাবস্থা

0
মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: তীব্র অচলাবস্থা চালু হয়েছে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে পরিষেবা নিতে আসা মানুষ অসুবিধের কথা কাকে জানাবেন সেটাই বুঝতে পারছেন...

Jalpaiguri | সরকারি জমি জবরদখল রুখতে বসল সাইনবোর্ড

0
নাগরাকাটা: পড়ে থাকা সরকারি জমিতে (Govt Land) সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) নাগরাকাটায়। সোমবার এলাকার দুটি জায়গায় সাইনবোর্ড লাগিয়ে...

Pigeon Racing | আজও পায়রা দৌড়ের আয়োজন করেন রায়গঞ্জের রাজকুমার, কীভাবে হয় এই দৌড়?

0
রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা দৌড়ের কথা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলায় পায়রা দৌড়ের চল আছে। রায়গঞ্জ শহরে আগে মাঝেমধ্যে...

Leopard Fear | এলাকায় ঘুরছে চিতাবাঘ! পায়ের ছাপ দেখে আতঙ্কে কাঁটা গ্রাম

0
নীলাংশু চক্রবর্তী, উছলপুকুরি: অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক (Leopard Fear) ছড়াল বাসিন্দাদের মধ্যে। ঘটনাকে ঘিরে রীতিমতো ঘুম উড়েছে কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জ (Mekhliganj)...

Most Popular