Wednesday, November 29, 2023
HomeBreaking Newsমিলেছে আন্তর্জাতিক ছাড়পত্র, বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন ভারতীয় চিকিৎসকরাও

মিলেছে আন্তর্জাতিক ছাড়পত্র, বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন ভারতীয় চিকিৎসকরাও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুখবর ভারতীয় চিকিৎসকদের জন্য। এবার থেকে ভারতীয় চিকিৎসকেরা বিদেশে গিয়েও করতে পারবেন রোগীদের চিকিৎসা।অর্থাৎ দেশ থেকে পাওয়া এমবিবিএস ডিগ্রি প্রযোজ্য হবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ডেও। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রক জানান, ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে ১০ বছরের জন্য ছাড়পত্র দিয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন।স্বাভাবিকভাবেই এই খবরে খুশির হাওয়া ভারতীয় চিকিৎসকদের মধ্যে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে বলা হয়েছে, জাতীয় মেডিক্যাল কমিশনকে ডব্লিউএফএমই ছাড়পত্র দেওয়ার কারণে এখন থেকে ভারতীয় চিকিৎসকেরা পারবেন বিদেশে চিকিৎসা করাতে। শুধু চিকিৎসাই নয়, তাঁরা চাইলে করতে পারবেন উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ।ডব্লিউএফএমই-র ছাড়পত্র পেয়েছে দেশের ৭০৬ টি মেডিক্যাল কলেজ। এমনকি ভবিষ্যতে যদি ভারতে আরও মেডিক্যাল কলেজ হয় সেগুলিও পাবে আন্তর্জাতিক মেডিক্যাল ফেডারেশনের ছাড়পত্র। এই ছাড়পত্র মেলায় দেশের চিকিৎসকেরা যেমন বিদেশে চিকিৎসা করতে পারবেন ঠিক তেমনি বিদেশ থেকেও চিকিৎসকেরা ভারতে ডাক্তারি পড়তে আসতে পারবেন।ভারতের ডিগ্রি নিয়ে নিজের দেশে ফিরে দিতে পারবেন চিকিৎসা পরিষেবা দিতে।

ডব্লিউএফএমই-র ছাড়পত্র পাওয়া খুব সহজ নয়। এই ছাড়পত্র পেতে গেলে হতে হয় সেরার সেরা। মানে যতক্ষণ না কোন ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্র আন্তর্জাতিক মানের না হচ্ছে ততক্ষণ মেলেনা ছাড়পত্র। ভারতের চিকিৎসা বিজ্ঞান এই মানোন্নয়নের জায়গায় রয়েছে বলেই মিলেছে এই ছাড়পত্র।ডব্লিউএফএমই-র মূল লক্ষ্যই হল বিশ্ব জুড়ে উন্নত মানের চিকিৎসা শিক্ষা দেওয়া।এনএমসি-র মিডিয়া ডিভিশনের প্রধান চিকিৎসক যোগেন্দ্র মালিক বলেন, “ভারতে ডাক্তারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। ফলে দেশের ডাক্তারি পড়ুয়ারা এখন থেকে বিদেশে গিয়েও উচ্চশিক্ষার পাশাপাশি চিকিৎসাও করাতে পারবেন।”

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, আন্তর্জাতিক চিকিৎসা ফেডারেশনের এই ছাড়পত্র মেলায় দেশের চিকিৎসা পরিসেবায় যেমন উন্নতি ঘটবে,ঠিক তেমনি পরিচিতি ঘটবে বিদেশের চিকিৎসাবিজ্ঞানের সঙ্গেও।সেইসঙ্গে দেশের মেডিক্যাল কলেজগুলির আন্তর্জাতিকমানের পরিচিত মিলবে। যা দেশের চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রেও অনেক বেশি সম্মানজনক এবং লাভজনকও বটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments