উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরদীপ সিং নিজ্জর হত্যাকান্ডের জের। কানাডার পর এবার স্কটল্যান্ড। বিক্ষোভের মুখে ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী। ব্রিটেনের ভারতীয় হাই কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুরাইস্বামীকে স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। গুরুদ্বার কমিটির সঙ্গে বৈঠকের জন্য গিয়ে খলিস্তানপন্থীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। গুরুদ্বার পরিচালন সমিতির কয়েকজন সদস্য জানিয়ে দেন, তিনি স্বাগত নন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে।
প্রসঙ্গত, গত জুন মাসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের। ভারতের মদতেই খুন করা হয়েছে বলে খলিস্তানিদের দাবি। ২০২২ সালে তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ। এই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। সম্প্রতি সে দেশের পার্লামেন্টে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর এই অভিযোগ সরাসরি খারিজ করে দেয় দিল্লি। এরপর থেকে ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। এই আবহে স্কটল্যান্ডের ঘটনায় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।