রাজ্য

International Mother Language Day | উত্তরবঙ্গজুড়ে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

উত্তরবঙ্গ ব্যুরো: উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই উপলক্ষ্যে মাথাভাঙ্গা নজরুল সদনে আয়োজিত হয় এক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন মাথাভাঙ্গা মহকুমা শাসক নভনীত মিত্তাল, মহকুমা তথ্য ও সংস্কৃতিক আধিকারিক অনির্বাণ সাই, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহকুমা শাসক। মাতৃভাষার তাৎপর্য বিষয়ক আলোচনাচক্রের (Discussion) আয়োজনও করা হয়। বিভিন্ন স্থানের সংগীত শিল্পীরা এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। ‘আমরা বাঙালি’র পক্ষ থেকেও পচাগড় মোড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

রাজবংশী ভাষা অ্যাকাডেমি ও জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও জাতীয় স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হল জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ে। বৈরাতি নৃত্য ও ভাওয়াইয়া গানের মধ্য দিয়ে শুভারম্ভ হয় অনুষ্ঠানের। উপস্থিত অতিথিদের পান, সুপারি, হলদিয়া গামছা ও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই বক্তৃতা দেন কলেজের অধ্যক্ষ ড. সুশান্ত কুমার রাউল। ভাষা দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা সেমিনারের (Seminar) আহ্বায়ক অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র বসুনিয়া।

মেটেলি ব্লকেও মহা সমারোহে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানেও ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এই উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা সভাও।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে গাজোলেও পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অন্নদাশঙ্কর সদনে এই অনুষ্ঠানটি পালিত হয়। মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রংবেরঙের আলপনায় সাজিয়ে তোলা হয়েছিল অন্নদাশঙ্কর সদন ক্যাম্পাস। সেখানে অস্থায়ীভাবে তৈরি শহিদ বেদীতে মাল্যদান করেন সকলে। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। গোটা প্রেক্ষাগৃহ মুখরিত হয়ে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে।

বুধবার ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ে শোভাযাত্রা, শহীদ বেদী তে মাল্যদান, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহদেব রায়, ড. সুমিতা সাহা সহ অন্যান্যরা।

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

তমালিকা দে, শিলিগুড়ি: গরমের ছুটি চলছে। তার ওপর রবিবার। স্বাভাবিকভাবে স্কুল ইউনিফর্ম পরা পড়ুয়াদের দেখে…

8 mins ago

Yami Gautam | ইয়ামি-আদিত্যর পরিবারে নতুন সদস্য, সন্তানের নাম কী রাখলেন দম্পতি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইয়ামি গৌতম (Yami Gautam) ও তাঁর স্বামী আদিত্য ধরের (Aditya Dhar)…

11 mins ago

Vindhyeshwari Kali Puja | গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী বিন্দ্যেশ্বরী কালীপুজো

গঙ্গারামপুর: জৈষ্ঠ্যের প্রথম সোমবার ঐতিহ্যবাহী বিন্দ্যেশ্বরী কালীপুজো (Vindhyeshwari Kali Puja) অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের (Gangarampur) দহপাড়ায়।…

14 mins ago

Mamata Banerjee in Bishnupur | ‘আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই’ বিষ্ণুপুর থেকে বললেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার বিষ্ণুপুরের ওন্দায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের (TMC Candidate Sujata…

17 mins ago

আত্মহননের ঝোঁক বেশি অবিবাহিতদের! কী বলছেন মনোবিদরা?

(যুগ বদলায়। বদলায় প্রেমের ধরনও। আজকাল কৈশোরেই সোশ্যাল মিডিয়ায় প্রেমে মজে নতুন প্রজন্ম। ধোঁকা, বিচ্ছেদ…

28 mins ago

Jalpaiguri | ভারী বৃষ্টিতে চিন্তা বাড়াচ্ছে তিস্তা, বন্যা রোধে বৈঠক সেচ দপ্তরের

জলপাইগুড়ি: গতবছর সিকিম বিপর্যয়ের পর তিস্তা অববাহিকায় তৈরি হয়েছে একাধিক চ্যানেল। বহু জায়গায় পড়েছে বালির…

41 mins ago

This website uses cookies.