Breaking News

৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব শিল্প সম্মেলনে, খুশি মমতা

কলকাতা: মঙ্গলবার থেকে শুরু হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সম্মেলনে অংশ নিয়েছিল ৪০টি দেশ। বুধবার সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত প্রস্তাবিত লগ্নির মোট পরিমাণ ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকা। এবারের বাণিজ্য সম্মেলনে সাক্ষরিত মৌ চুক্তির সংখ্যাও গতবারের তুলনায় বেশি। অর্থাৎ যে টার্গেট দিয়ে এবারের শিল্প সম্মেলন শুরু হয়েছিল, তার চেয়ে প্রস্তাবিত লগ্নির পরিমাণ শুধু অনেক বেশিই নয়, ছাপিয়ে গিয়েছে গতবারের রেকর্ডও। বিপুল এই বিনিয়োগের প্রস্তাবে খুশি মমতা। সম্মেলনের শুরুতেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আমাদের স্বপ্ন পূরণ হল।’ এবারের শিল্প সম্মেলনে ৪০টি দেশের ৫ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এর মধ্যে শুধু ব্রিটেন থেকেই ৪০ জন ব্যবসায়ী অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারী দেশগুলিকে অভিনন্দন জানিয়েছেন মমতা।

কর্মসংস্থানে আগাগোড়াই ক্ষুদ্র ও কুটির শিল্পের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, লগ্নি প্রস্তাবের বৃহৎ অংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। এছাড়াও উৎপাদন, পরিকাঠামো, কৃষি ও কৃষিজ পণ্য, স্বাস্থ্য, শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, পর্যটন সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, এই মুহূর্তে শুধু চর্মশিল্পই দশ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সারা দেশের তুলনায় বাংলা যে কর্মসংস্থানে অনেকটা এগিয়ে তার পরিসংখ্যানও শিল্প সম্মেলনে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যখন দেশের কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে তখন শুধু বাংলাতেই ৪০ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আমাদের জমি তৈরি রয়েছে। আমাদের পরিকাঠামো তৈরি রয়েছে। রয়েছে মেধা এবং দক্ষ শ্রমিক। বাংলাই হল বিনিয়োগের ভবিষ্যৎ গন্তব্য।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Congress | আজই সমস্ত জল্পনার অবসান! আমেঠি-রায়বরেলিতে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজই বড় ঘোষণা করতে চলেছে কংগ্রেস (Congress)।…

3 mins ago

Madhyamik Result | প্রকাশিত হল মাধ্যমিক ফল, পাশের হার ৮৬.৩১ শতাংশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল(Madhyamik Result)। এ বছর পাশের হার ৮৬.৩১…

21 mins ago

Dinhata | বচসার জেরে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত, জখম দুই যুবক

দিনহাটা: বন্দুকের বাট দিয়ে মেরে এক যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বুধবার রাতে ঘটনাটি…

41 mins ago

Madhyamik result | আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ, কোন সাইটে নজর রাখবেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আজ…

3 hours ago

IPL-2024 | ব্যর্থ ঋতুরাজের লড়াই, ৭ উইকেটে পঞ্জাবের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে পঞ্জাবের কাছে ৭ উইকেটে হেরে গেল চেন্নাই সুপার কিংস।…

10 hours ago

Recruitment scam | ২০২০ সালের নিয়োগেও দুর্নীতি! মেধা তালিকায় দ্বিতীয় হয়েও মেলেনি চাকরি, বিস্মিত বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালের পর এ বার প্রশ্ন উঠল ২০২০ সালের স্কুল সার্ভিস…

11 hours ago

This website uses cookies.