উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাতিল হয়েছে মনোনয়ন। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নন দেবাশিস ধর (IPS Debashish Dhar )। তাই মনোনয়ন বাতিলের ( Nomination Cancel) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের (Supreme Court)। দেশের শীর্ষ আদালতও সায় দিল দেবাশীসের আবেদনে। মামলা শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট।
বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়ের (Shatabdi Roy) বিপরীতে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল দেবাশিস ধরকে। নাম ঘোষণার পর জোরদার প্রচারও সেরেছেন বীরভূমে। কিন্তু গত ২৫ এপ্রিল বীরভূমের জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন অপর এক বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্য। পরদিন অর্থাৎ ২৬ এপ্রিল দেবাশিসের মনোনয়ন বাতিলের কথা সামনে আসে। বাতিলের কারণ হিসেবে নির্বাচন কমিশন জানায়, ‘নো ডিউ সার্টিফিকেট’ জমা করেননি প্রার্থী। এদিন দেবাশিস ধর সাংবাদমাধ্যমের সামনে জানান, প্রার্থী পদ বাতিল নিয়ে ইতিমধ্যেই তাঁরা দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। নির্বাচন চলার কারণে মহামান্য আদালত আবেদন খারিজ করেছে। তাই দ্রুত শুনানির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা ভোটের ঠিক আগ মুহূর্তে নির্বাচন কমিশন (Election Commission) কোচবিহারের পুলিশ সুপার করেন IPS অফিসার দেবাশিস ধরকে। বিধানসভা ভোটের দিন, কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। ভোট মিটে যাওয়ার পর রাজ্য সরকার সাসপেন্ড করে দেবাশিসকে। এমনকি তাঁকে জিজ্ঞাসাবাদ করে CID। এরপর ২০২২ সালে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দেবাশিস ধরের বাড়ি-সহ একাধিক জায়গায় হানা দেয় CID। ২০২৪ এ লোকসভা ভোটের মুখে তিনি পদত্যাগ করেন। তারপর বীরভূম থেকে তাঁকে বিজেপি প্রার্থী করেছিল। এখন দেখার সুপ্রিম কোর্ট তাঁর প্রার্থী পদ নিয়ে কী প্রতিক্রিয়া দেয়।