Saturday, May 18, 2024
HomeBreaking Newsনওশাদের নজরে এবার উত্তরবঙ্গ, লোকসভায় অন্তত ৪ আসনে প্রার্থী দেওয়ার ভাবনা আইএসএফের

নওশাদের নজরে এবার উত্তরবঙ্গ, লোকসভায় অন্তত ৪ আসনে প্রার্থী দেওয়ার ভাবনা আইএসএফের

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আলাদা প্রার্থী দিতে চলেছে আইএসএফ! দলের চেয়ারম্যান ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির উত্তরবঙ্গ সফরে এই জল্পনা ছড়িয়েছে। নওশাদ এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন। রবিবার কোচবিহার যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ইন্ডিয়া জোটের বিপক্ষে নই। কিন্তু এই জোটে এমন কিছু রাজনৈতিক দল রয়েছে যাদের হাতে গণতন্ত্র আক্রান্ত। নীতিগত কারণেই তাঁদের সঙ্গে মঞ্চ ভাগ করা সম্ভব নয়।”

এদিন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন নওশাদ। তাঁর বক্তব্য, “তৃণমূল রাজনীতিতে না পেরে উঠে ব্যক্তিগত আক্রমণে যাচ্ছে। ওরা বিজেপির এজেন্ট হয়ে সারা দেশে কাজ করছে। দেশের মধ্যে যেখানেই বিজেপি সমস্যায় থাকে তৃণমূল সেখানে গিয়েই বিজেপিকে উদ্ধার করে। বিনিময়ে তৃণমূলকে দুর্নীতি করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের শাসকদল।”

এছাড়াও এদিন উত্তরবঙ্গকে বঞ্চিত এলাকা বলে মন্তব্য করেন নওশাদ। এই অঞ্চল ক্রমাগত স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান প্রসঙ্গে পিছিয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন নিজেকে সংযুক্ত মোর্চার প্রতিনিধি দাবি করে দায়িত্ব পালন করে যাওয়ার কথা জানান ভাঙড়ের বিধায়ক।

সূত্রের খবর, উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে আইএসএফ। বালুরঘাট, রায়গঞ্জ, মালদা, কোচবিহার সহ বেশ কিছু আসনে লোকসভায় প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে দল। উত্তরবঙ্গে বেশ কিছু আসনে সংখ্যালঘু ভোট শাসনদলের অনুকূলে রয়েছে। এই ভোট তৃণমূল থেকে বেরিয়ে আইএসএফে গেলে এতে আখেরে বিজেপির লাভ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও সেসব নিয়ে না ভেবে আপাতত সংগঠন গোছানোতেই জোর দেওয়ার কথা জানিয়েছেন তরুণ নেতা।

অন্যদিকে, নওশাদের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। তাঁর প্রতিক্রিয়া, “নওশাদ সিদ্দিকি হয়তো জানেন না গোটা দেশে স্বৈরাচারী বিজেপির বিরোধিতা সব থেকে বেশি করে থাকে তৃণমূল কংগ্রেসই। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপি বিরোধী শিবিরের অন্যতম মুখ।” গল্পের গোরু গাছে তুললে চলবে না বলেও মন্তব্য করেন পাপিয়া।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

উৎসব কই, বড় অসহ্য নির্বাচনের পরিবেশটা

0
গৌতম সরকার দিন যে আমার কাটে না রে...। কী যে যন্ত্রণা! কোথাও ভোট হয়ে গিয়েছে। কিন্তু নির্বাচনি বিধি বলবৎ। যার গেরোয় স্তব্ধ সবকিছু। যেখানে ভোট...

যে শালিক মরে যায় কুয়াশায়, সে তো আর…

0
দ্যুতিমান ভট্টাচার্য সকালে এক শালিক দেখা মানেই বুক দুরুদুরু! এই রে দিনটা খারাপ হতে চলেছে! বহু মানুষই সযত্নে এই কুসংস্কার মনে লালিত করেন। আবার...

আবেগের ভক্তিরস বনাম দারিদ্র্য

0
রূপায়ণ ভট্টাচার্য মন্দিরের মতো দেখতে রাজকীয় অযোধ্যা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি কাঠবেড়ালির চমৎকার স্থাপত্য রয়েছে। রামায়ণের সেতুবন্ধনের সেই বহু আলোচিত কাঠবেড়ালিকে...

Supreme court | উপাচার্য নিয়োগে রাজনীতি বরদাস্ত নয়, বোসকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উপাচার্য নিয়োগ নিয়ে রাজনীতি বরদাস্ত নয়। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বেশ কয়েকমাস ধরেই রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ...

Gang rape case | চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার মডেল! প্রায় ২ মাস পর অভিযোগ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে নেশার জিনিস খাইয়ে এক মডেলকে গণধর্ষণের (Gang rape case) অভিযোগ। শুধু তাই নয়, ৩১ বছরের মধ্যপ্রদেশের (Madhya Pradesh)...

Most Popular