উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ এর কারণ কেন্দ্রের কাছে পাওনা বকেয়া।তিনি ইতিমধ্যেই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, শনিবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে এমনটাই জানালেন মমতা। বললেন, ‘সময় দিলে ভাল।না হলে আমাদের যা করার করব।’
এদিন বাগডোগরা বিমান বন্দরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সামনে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘একমাত্র বাংলার সব প্রাপ্য টাকাই বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তা সত্ত্বেও আমরা কোনও প্রকল্প বন্ধ করিনি। সেই স্কিমগুলোর টাকা যাতে আমরা পাই, তার জন্য আমি ১৮, ১৯, ২০ ডিসেম্বরের মধ্যে সময় চেয়েছি। যদি সময় দেয় তো ভাল। না হলে আমি ১৭ ডিসেম্বর দিল্লি যাচ্ছি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘১০০ দিনের কাজের বকেয়ার টাকা দেয়নি কেন্দ্র। আমাদের টাকা আটকে রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রেও আমাদের শেয়ার দেওয়া বন্ধ করে দিয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের যে ভাগের টাকা পাই, সেটা বন্ধ করে দিয়েছে। গ্রামীণ রাস্তা তৈরির টাকা বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে যে টাকা পাওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না। এটা আমাদের প্রাপ্য টাকা।’
উল্লেখ্য, আগামী ১৭ ডিসেম্বর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক রয়েছে দিল্লিতে।তাতে আমন্ত্রিত তৃণমূল নেত্রী।