Top News

‘এটা রাজনৈতিক ষড়যন্ত্র’, অভিষেককে ইডির তলব নিয়ে মুখ খুললেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বানিজ্য সম্মেলনে যোগ দিতে স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের ঠিক একদিন আগে সাংবাদিক সম্মেলন থেকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ইডির তলব’ নিয়ে ফের সুর চড়ালেন মমতা।

 

আগামী ১৩ সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজির হতে হবে তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আবার ওই দিনই বিরোধী জোট ‘ইন্ডিয়া’ র সমন্বয় কমিটির বৈঠক। এনিয়ে রবিবার রাতেই নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছেন অভিষেক। এই প্রসঙ্গ টেনে আজ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিলেন মমতা। তিনি বলেন, ‘অভিষেককে অকারণে হেনস্থা করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইডি তলব করছে অভিষেককে। আমার পরিবারকে বারবার আক্রমণ করা হচ্ছে। সব সময় অভিষেককে বিরক্ত করা হচ্ছে। অভিযোগ থাকলে তদন্ত করুন, প্রতিহিংসায় কিছু করা ঠিক নয়।’ এদিন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর গ্রেপ্তারি নিয়েও সরব হন মমতা। তিনি বলেন এটা তাঁর ভাল লাগেনি। এটা বুমেরাং হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।আসলে ওরা তরুণ প্রজন্মকে লক্ষ্যবস্তু করেছে। কিন্তু নতুন প্রজন্ম এ সব মানবে না। হিম্মত নিয়ে লড়বে।’

 

পাশাপাশি তিনি আরও বলেন, “এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমি বারবার বলেছি, রাজনৈতিকভাবে আপনাদের সঙ্গে ফারাক থাকতেই পারে। গণতন্ত্রে এমনটা হতেই পারে। তাই বলে এমন কিছু করা উচিত নয়। আজ আপনারা ক্ষমতায় আছেন, তাই এমনটা করছেন, কাল অন্য কেউ আসবেন, তারাও করবে। এটা ঠিক নয়।ভবিষ্যতে এটা বুমেরাং হতে পারে। আমার কাছে অনেক তথ্য ছিল। তারপরও সিপিএমের আমলে থাকা মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রীকে কিছু করিনি। কিন্তু অভিষেককে বারবার হেনস্থা করা হচ্ছে। কখনও নিম্ন আদালতে ডাকা হচ্ছে, কখনও হাইকোর্টে যেতে হচ্ছে, কখনও সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও অযথা হয়রান করা হচ্ছে। ওরা এমন করছে কারণ ওরা জানে যুব নেতারা সবকিছু মেনে নিতে পারে না।”

 

প্রসঙ্গত উল্লেখ্য, ইডির তলব আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার রাতেই নিজের এক্স হ্যান্ডলে (টুইটারে) লিখেন, ‘‘ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যে কমিটির আমিও একজন সদস্য। কিন্তু ইডি ওই দিনই আমাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়েছে! এই মাত্র সেই নোটিস পেলাম। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।’’ স্বাভাবিকভাবেই সকলের নজর ছিল মুখ্যমন্ত্রী এনিয়ে কি প্রতিক্রিয়া দেন সেদিকে। যদিও ইডি সিবিআই প্রসঙ্গে এর আগেও মমতা কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। ‘পিঁপড়ে কামড়ালেও ইডি সিবিআই পাঠায়’ বলে মন্তব্য করেছিলেন তিনি। আজ আবার মমতার কণ্ঠে ইডি তথা কেন্দ্রকে তুলোধনা।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Remal cyclone | রেমালের প্রভাব বাগডোগরাতেও, বন্ধ একাধিক বিমান চলাচল

শিলিগুড়ি: রেমালের প্রভাব আকাশ পথেও। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া নিম্নচাপ যখন ক্রমশই ঘুর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশে…

6 hours ago

Asansol | মালগাড়ির ধাক্কায় আসানসোলে কর্মরত রেল কর্মীর মৃত্যু, বিক্ষোভ শ্রমিক সংগঠনগুলির

আসানসোল: কর্মরত অবস্থায় মালগাড়ির ধাক্কায় মৃত্যু হলো পূর্ব রেলের আসানসোল ডিভিশনের এক রেলকর্মীর। শনিবার সন্ধ্যা…

7 hours ago

Elephant attack | ভোট দিতে যাওয়ার পথে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হল এক ৭১ বছরের…

7 hours ago

Toxic gas | কুয়ো খুঁড়তে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই যুবকের

রানিগঞ্জ ও আসানসোল: কুয়ো খুঁড়তে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল দুই যুবকের। শনিবার সকালে ঘটনাটি…

8 hours ago

Siliguri | ক্যানসার হাসপাতাল থেকে উধাও রোগী, পরে উদ্ধার

শিলিগুড়ি: ফুলবাড়ির একটি বেসরকারি ক্যানসার হাসপাতাল(Cancer Hospital) থেকে রোগী উধাও যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য…

8 hours ago

Nagrakata | গাছ কেটে চুরির চেষ্টা! বনকর্মীদের গুলিতে মৃত্যু এক ব্যক্তির

নাগরাকাটা: জঙ্গলের ভেতর বনকর্মীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। জখম হয়েছেন আরও একজন। শনিবার সকালে…

8 hours ago

This website uses cookies.