Monday, May 13, 2024
HomeExclusiveJalpaiguri | পা দিয়ে সুপারি ছুলে জীবনযুদ্ধে সুভদ্রা

Jalpaiguri | পা দিয়ে সুপারি ছুলে জীবনযুদ্ধে সুভদ্রা

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: হাত নেই তো কী হয়েছে? পা তো রয়েছে! তা দিয়েই স্বাবলম্বী হয়ে উঠেছেন জলপাইগুড়ির (Jalpaiguri) সুভদ্রা নন্দী। পা দিয়ে সুপারি (betel nut) ছুলেই দিদির পাশে দাঁড়িয়েছেন তিনি। সুভদ্রার লড়াই যেন আরেকবার দেখিয়ে দিল একটা অঙ্গ না থাকলে জীবন থমকে যায় না।

সুভদ্রার জীবন কাহিনী সিনেমার প্রেক্ষাপটকেও হার মানাবে। জন্ম থেকেই বাহুমূল থেকে দুই হাত নেই। পরিবারের সবাই কষ্ট পেলেও মেনে নিয়েছিলেন। তাই তো ছোটবেলা থেকে তাঁর এই অক্ষমতা বড় হয়ে ওঠেনি। দিদি জ্যোৎস্না সবসময় বলেছেন, অভ্যাস করলেই সব শেখা যায়। দিদির কথা মেনে পা দিয়ে লেখা, খাওয়া সব শিখেছেন। এখন এই পা দিয়েই সুপারি ছুলে জীবিকানির্বাহ করছেন।

বামনপাড়ার (Bamanpara) বাসিন্দা সুভদ্রার শিক্ষাগত যোগ্যতা অবশ্য পঞ্চম শ্রেণি পর্যন্ত। তারপর আর্থিক অনটনে পড়াশোনা করতে পারেননি। কিন্তু তাতে থেমে থাকতে নারাজ তিনি। অনেক কাজ খুঁজেছিলেন, শেষে সুপারি ছুলে উপার্জন করছেন।

তাঁর কথায়, ‘সরকারি সাহায্য যা পাই, তা দিয়ে এতজনের চলা সম্ভব নয়। আর কাজ না করে কারও ওপর নির্ভর করে জীবন কাটাতে চাই না। তাই স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নিই।’ সুপারি ছুলে যে টাকা পান, সেটা দিদির সংসারে দেন।

বোনকে নিজের পায়ে দাঁড় করাতে তাঁর সঙ্গে সমান পরিশ্রম করেছেন জ্যোৎস্না। তিনি জানান, বোনকে ছোটবেলা থেকে পরিশ্রম করার শিক্ষা দেওয়া হয়েছে। হাত না থেকেও জীবনের লড়াইয়ে জেতা যায়, সেটা বারবার বলা হয়েছে। দিদির থেকে শিক্ষা নিয়ে আর পাঁচজনের মতো না হয়েও যে পরিবারের পাশে দাঁড়ানো যায়, সেটা দেখিয়ে দিয়েছেন সুভদ্রা। এভাবেই ভালো থাকুন সুভদ্রার মতো নারীরা৷

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Dust Storm | দৃশ্যমানতা শূন্যে, ভেঙে পড়ল বিশালাকার বিলবোর্ড! প্রবল ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল ধুলো ঝড়ে (Dust storm) বিপর্যস্ত মুম্বই (Mumbai)। সোমবার দুপুরে হঠাতই আকাশ কালো করে শুরু হয় ধুলো ঝড়। তার কিছুক্ষণ...

Raiganj | পুকুর থেকে ঘোড়ার মৃতদেহ উদ্ধার, ছড়াল রহস্য

0
রায়গঞ্জ: পুকুর থেকে উদ্ধার মৃত ঘোড়া(Horse)। গৌরি অঞ্চলের অমৃতখণ্ড ইটাল গ্রামের ঘটনা। সোমবার গ্রামবাসীরা একটি ঘোড়াকে পুকুরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গ্রামে কীভাবে...

Pok protest | বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামলাতে ৭১৮ কোটি বরাদ্দ শরিফের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ প্রবল আকার নিয়েছে। ক্ষোভ প্রশমনে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার অধিকৃত কাশ্মীরের জন্য ৭১৮ কোটি...

Hyderabad | মুসলিম মহিলা ভোটারকে বোরখার পর্দা সরানোর আর্জি! মামলার গেরোয় বিজেপি প্রার্থী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবী লতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল। প্রসঙ্গত, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে এক...

Oxygen Plant | দীর্ঘদিন ধরে বিকল গঙ্গারামপুর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট, সংস্কারের দাবি এলাকাবাসীর

0
গঙ্গারামপুর: দীর্ঘদিন ধরে বিকল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট। যার ফলে অক্সিজেন উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এমতাবস্থায় দ্রুত বিকল অক্সিজেন প্ল্যান্ট সংস্কারের...

Most Popular