উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়াডে ফের সোনা ভারতের। ২০১৮ সালের পর ফের এশিয়ান গেমসে সোনা জয় করলেন নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোতে এদিন ভারতকে সোনা এনে দিয়েছেন নীরজ। নীরজের পাশপাশি জ্যাভলিনে রুপাও এসেছে ভারতে। রুপা জিতেছেন ওডিশার খেলোয়াড় কিশোর জেনা। গোটা ইভেন্টজুড়েই ভারতের দুই ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না।
২০১৮ সালে এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। পরবর্তীতে অলিম্পিক্সেও সোনা জেতেন তিনি। এ বারেও সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন নীরজ। এশিয়ান গেমসেও তাঁর গলায় সোনার পদক দেখতে চেয়েছিলেন ভারতীয় সমর্থকেরা। সেই প্রত্যাশা পূরণ করেন এই ভারতীয়। স্টার্ট লিস্টে দ্বিতীয় স্থানে ছিল নীরজের নাম। প্রথম প্রয়াসে তিনি জ্যাভলিন থ্রো করেন ৮২.৩৮ মিটার। ওডিশার কিশোর ছোড়েন ৮২.১৬ মিটার। দ্বিতীয় প্রয়াসে নিজেকে ছাপিয়ে যান নীরজ। তিনি ছোড়েন ৮৪.৪৯ মিটার।
কিশোরের থ্রোকে প্রথমে ‘ফাউল’ বলেছিলেন আম্পায়ার। কিন্তু নীরজ প্রতিবাদ করায় আম্পায়াররা কিশোরের থ্রো খতিয়ে দেখার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন। চতুর্থ প্রয়াসে তিনি ৮৮.৮৮ মিটার ছোড়েন। সেই সঙ্গে সোনা নিশ্চিত করেন নীরজ। দ্বিতীয় স্থানে থেকে রুপা জয় করেন ভারতেরই কিশোর। কিশোরের দূরত্ব ছিল ৮৭.৫৪ মিটার।