উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ন্যায্য চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। আগে থেকেই চাকরি প্রার্থীদের কর্মসূচি চলছিল হাজরায়। সেখান থেকে অকস্মাৎ তাঁরা পৌঁছন মুখ্যমন্ত্রীর পাড়ায়। শুরু করেন অবস্থান বিক্ষোভ। আন্দোলকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা। সেখানে মহিলা পুলিশ পৌঁছে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে তোলে। চাকরি প্রার্থীরা চিৎকার করে বলতে থাকেন, ‘১০ বছর ধরে আমরা বঞ্চিত। সরকার জনদরদী নয়।’
বিগত এক বছরেরও বেশি সময় ধরে শহিদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এদিনের কর্মসূচি ঘোষিত ছিল। তবে মুখ্যমন্ত্রীর পাড়ায়, তাঁর ঠিক বাড়ির সামনে পৌঁছে যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না। আচমকাই কর্মসূচির ফাঁকে চাকরিপ্রার্থীরা পৌঁছে যান মমতার বাড়ির সামনে। পুলিশ ঘটনাস্থলে গেলে চাকরিপ্রার্থীদের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। রণক্ষেত্রের চেহারা নেয় কালীঘাট চত্বর। শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রার্থীরা। তাঁদের টেনে হিঁচড়ে, কার্যত চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে।
উল্লেখ্য, কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে মুখ্যমন্ত্রীর বাস ভবন চত্বর। এমতাবস্থায় কি করে চাকরিপ্রার্থীরা তাঁর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।