Thursday, May 2, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গএসএসসির মামলা থেকে সরলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এসএসসির মামলা থেকে সরলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি সংক্রান্ত মামলাগুলি আর শুনবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এসএসসি সংক্রান্ত মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল। এজলাসে আসতেই আইনজীবীরা নতুন ডিভিশন বেঞ্চের বিষয়টি উল্লেখ করেন। এরপরই মামলাগুলিকে শুনানির তালিকা থেকে ছেঁটে ফেলেন বিচারপতি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। এছাড়াও এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম, ওএমআর শিট প্রকাশ সহ নানা বিষয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছিল। ৯ নভেম্বর এসএসসি সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট মামলাগুলি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠায়। নতুন ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়। ওই বেঞ্চেই মামলাগুলির শুনানি হবে বলে জানায় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদিকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। এর তিনদিন পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে মামলাগুলি শুনানির জন্য ওঠে। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যেসব মামলা তাঁর এজলাসে চলছিল, সেগুলির শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই চলবে। ২৯ নভেম্বর তাঁর বেঞ্চে ওই মামলাগুলির শুনানি হবে।

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একাদশ-দ্বাদশ, নবম-দশম শ্রেণির শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি অশিক্ষক কর্মচারী নিয়োগের ব্যাপারে একাধিক ঘটনায় দুর্নীতির অভিযোগ ওঠে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলাগুলির বিভিন্ন পর্যায়ে কলকাতা হাইকোর্ট একাদশ-দ্বাদশ শ্রেণির প্রায় ৯০০ শিক্ষকের ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিল। নবম-দশম, গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে হাজার চারেক শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করার নির্দেশও দেয়। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। অধিকাংশ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার ওপর স্থগিতাদেশ জারি করে। এর পরিপ্রেক্ষিতে ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ এই সংক্রান্ত ২১টি মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। মামলাগুলি বিচারের জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের অনুরোধ জানায় শীর্ষ আদালত।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Narendra Modi | ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে, কোথায় জনসভা করবেন নমো?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।আগামীকাল কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব ও বোলপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা...

0
গরমে ভিড় বাড়ছে পাহাড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কালিংপং, ২ মে - সমতলে দিনের পর দিন তাপমাত্রা বাড়ছে।বাড়ছে গরম।। আর এই গরমের হাত থেকে কিছুটা...

PM Narendra Modi | কোভিড টিকার শংসাপত্র থেকে উধাও মোদির ছবি! নেপথ্যে কারণ কী?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে কোভিশিল্ডের (Covishield) পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে হইচই পড়ে গিয়েছে। এরই মাঝে কোভিড টিকার (Vaccine) শংসাপত্র থেকে উধাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM...

Sandeshkhali Incident | সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট পেশ সিবিআইয়ের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম...

Madhyamik Result | মাধ্যমিকের ফলাফলে বালুরঘাটে চমক, মেধা তালিকায় কতজন?

0
বালুরঘাট: মাধ্যমিকের(Madhyamik Result) মেধা তালিকায় বালুরঘাটের(Balurghat) জয়জয়কার। মেধা তালিকায় জায়গা করে নিয়েছে বালুরঘাটের অনেক ছাত্র-ছাত্রী। মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের...

Most Popular