উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রাথমিক নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্যের হলফনামা গ্রহণ করলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গেছে, মঙ্গলবার আদালতে মানিকের হয়ে হলফ নামা জমা দিতে যান তার মেয়ে স্বাতী ভট্টাচার্য। কিন্তু হলফনামা গ্রহণ করেননি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, হলফনামা জমা করতে আসতে হবে মানিককেই। ২০১৪ সালে প্রাথমিকে বেলাগাম দুর্নীতির অভিযোগ ওঠে। সেসময় পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। সেই মামলার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন মানিক ভট্টাচার্য, তার স্ত্রী এবং পুত্র। মানিকের বিপুল সম্পত্তি, বিদেশ ভ্রমণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অর্থ চমকে দিয়েছিল তদন্তকারী অফিসারদের। এইসব কিছু নিয়োগ দুর্নীতির সাথে কতটা জড়িত তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা।
আসতে হবে মানিককেই, হলফনামা ফিরিয়ে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
RELATED ARTICLES
[td_block_21 custom_title="LATEST POSTS"]