উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেউ ঢাক বাজালেন, কেউ হামাগুড়ি দিলেন বা দন্ডি কাটলেন। কারও হাতে কাশফুল, কারও হাতে শঙ্খ। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এভাবেই মঙ্গলবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত আপার প্রাইমারি নিয়োগের মেধা তালিকায় স্থানপাওয়া চাকরিপ্রার্থীরা কাউন্সেলিং ও জয়েনিংয়ের দাবিতে কলকাতার রাস্তায় মিছিল করলেন। মিছিল থেকে শঙ্খধ্বনি করা হয়, দেওয়া হয় উলু। মিছিল চলাকালীন মৌলালি মোড়ে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পরে অবরোধ করেন। আবার ধর্মতলার প্রাণ কেন্দ্র ডোরিনা ক্রসিং কিছুক্ষণের জন্য অবরোধ করে অবিলম্বে নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরিপ্রার্থী মঞ্চের তরফে। চাকরিপ্রার্থীরা জানান, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরের সভাতে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০২১ সালের ২১ জুন নবান্নে সাংবাদিক বৈঠকে সেই বছরে পূজো আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেন তিনি। ২০২৩ পূজোতেও নিয়োগ অধরা! এরপর ২০২৩ সালের ৩০ মে সাংবাদিক বৈঠকের থেকে একই ঘোষণা করেন তিনি। কিন্তু ১৪৩৪৯টি শূন্যপদে ১ জন যোগ্য প্রার্থীও নিয়োগপত্র হাতে পাননি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরি প্রার্থী মঞ্চেক নেতা সুশান্ত ঘোষ জানান, আবার পুজোর ঢাকে কাঠি পড়ে গেল, মাননীয়া মুখ্যমন্ত্রীকে বলব, আপনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন।
হাতে কাশফুল, বাজল শাঁখ, অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের
RELATED ARTICLES