উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডে কোর্টরুম ড্রামার মধ্যে সবথেকে জনপ্রিয় ছবি হল ‘জলিএলএলবি’। সেই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন আরসাদ ওয়ারসি(Arshad Warsi)। এরপর ‘জলিএলএলনি ২’ ছবিতে ছিলেন অক্ষয় কুমার(Akshay Kumar)। দুটি ছবিই বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল। তারপর থেকেই তৃতীয়পর্বের জন্য অপেক্ষা করছিলেন সিনেপ্রেমীরা। এবার শুরু হল ‘জলিএলএলবি ৩’ ছবির শুটিং। আর তাতে রয়েছে বিশেষ চমক। অক্ষয় ও আরসাদের সঙ্গে অভিনয় করবেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়(Kharaj Mukherjee)। খরাজ নিজেই শুটিং ফ্লোর থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন।
বলিউড সূত্রে খবর, গত ২৯ এপ্রিল থেকে ‘জলিএলএলবি ৩’ ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম দিনই শুটিং ফ্লোরে ছিলেন আরসাদ ওয়ারসি। আর ৩০ এপ্রিল থেকে শুরু হল খরাজের অংশের শুটিং। ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি।