Breaking News

Kunal Ghosh | বিজেপি প্রার্থীর প্রশংসার জের! তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool congress)। এর আগে দলের মুখপাত্র পদ থেকেও কুণালকে সরিয়েছিল তৃণমূল। সম্প্রতি তিনি দলের নীতিবিরুদ্ধ মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ।

এদিন বিবৃতিতে তৃণমূল লিখেছে, ‘সম্প্রতি কুণাল ঘোষ এমন অনেক কথা বলছিলেন যা দলের মতামতের সঙ্গে মেলে না। তাই এটা বোঝানো অত্যন্ত দরকার ছিল যে, উনি যা বলছেন, তা সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত অভিমত। এর সঙ্গে দলের ভাবনার কোনও সম্পর্ক নেই।’ একইসঙ্গে তৃণমূল তাদের বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে তৃণমূলের সদর দপ্তর থেকে জারি করা বিবৃতিকে দলের বক্তব্য বলে ধরতে হবে। সংবাদমাধ্যমকেও তৃণমূল অনুরোধ করেছে, কুণালের বক্তব্যকে যেন দলের বক্তব্য হিসাবে গ্রহণ না করা হয়। সেক্ষেত্রে তৃণমূল আইনি পদক্ষেপ করতে পারবে বলেও জানানো হয়েছে। দলের তরফে এদিন জারি করা ওই বিবৃতিতে সই রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের।

এদিন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। এদিন কলকাতা (Kolkata) পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবে রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন দু’জনে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাপস রায়ের প্রশংসা করেন কুণাল ঘোষ। কুণাল বলেন, ‘তাপস রায়ের মতো জনপ্রতিনিধি সম্পর্কে কিছু বলার নেই। যতদিন দলে ছিলেন মানুষকে পরিষেবা দিয়েছেন। তাঁর বাড়ির দরজা সব সময় মানুষের জন্য খোলা থাকত। মানুষ তাঁকে সব সময় পাশে পেয়েছেন। আমরা তাপস রায়কে দলে রাখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, পারিনি।’ এরপরই তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে বলেন, ‘এখানে কোনও ছাপ্পা হবে না। মানুষ ঠিক করবে কে প্রকৃত প্রার্থী। এখানে ছাপ্পা হলে তৃণমূল নেতৃত্বই বারণ করবে। কোনও বুথে কারও ইচ্ছার বিরুদ্ধে যেন একটা ভোটও না পড়ে।’

প্রশ্ন ওঠে, এদিনের অনুষ্ঠানে বিজেপি প্রার্থীর সঙ্গে এক মঞ্চে উপস্থিত থেকে কুণাল কাকে বার্তা দিতে চাইলেন? উত্তর কলকাতা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে লড়াই হচ্ছে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। কুণালের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিবাদ অজানা নয়। গত জানুয়ারিতে তা চরমে ওঠে। তখনও তৃণমূলেই ছিলেন তাপস রায়। রীতিমতো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির দালাল বলে আক্রমণ করেছিলেন কুণাল। এছাড়াও অভিযোগ ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চক্রান্তেই নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছিল তাপস রায়ের বাড়িতে। এমনকি উত্তর কলকাতায় সুদীপকে প্রার্থী না করারও দাবি করেন তিনি। বলেন, উত্তর কলকাতায় সুদীপকে প্রার্থী করা হলে বিজেপির ২ জন প্রার্থী ভোটে লড়বেন।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Air India flight lands in Barbados | রোহিতদের দেশে ফেরাতে বার্বাডোজ পৌঁছোল এয়ার ইন্ডিয়ার বিমান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে বার্বাডোজের জনজীবন বিপর্যস্ত। বন্ধ বিমানবন্দরও। যার ফলে টি২০…

5 mins ago

Coochbehar | ভারী বৃষ্টিতে তোর্ষায় বাড়ছে জলস্তর, আতঙ্কে বাসিন্দারা

গৌরহরি দাস, কোচবিহার: পাহাড়ের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কোচবিহারে (Coochbehar) ভারী বৃষ্টিপাত (Heavy Rain) হওয়ায়…

16 mins ago

Calcutta High Court | রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর দ্বন্দ্বের মাঝে সংবাদমাধ্যম! কেন এমন নির্দেশ দিল হাইকোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ…

26 mins ago

Naxalbari | নদীর চর দখলে বাধা, অরূপের পিএসও পরিচয় দিয়ে কর্মাধ্যক্ষকে হুমকি

নকশালবাড়ি: নদীর চর দখলে বাধা দেওয়ায় মন্ত্রী অরূপ বিশ্বাসের পার্সোনাল সিকিউরিটি অফিসার (পিএসও) পরিচয় দিয়ে…

27 mins ago

Coochbehar | ঐতিহ্যবাহী রাজমাতাদিঘিতে কচ্ছপের মৃত্যু ঘিরে শোরগোল

গৌরহরি দাস, কোচবিহার: বাণেশ্বর নয়! একটি বড় কচ্ছপ মরে ভেসে উঠল কোচবিহার (Coochbehar) শহরের ঐতিহ্যবাহী…

35 mins ago

PM in Rajya Sabha | ‘আমাদের সরকার আরও দু’দশক ক্ষমতায় থাকবে’, রাজ্যসভায় মন্তব্য মোদির

নয়াদিল্লি: ‘আমাদের সরকার আরও দু’দশক ক্ষমতায় থাকবে’, বুধবার রাজ্যসভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

41 mins ago

This website uses cookies.