Saturday, May 25, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গনদীগর্ভে বিলীন বিঘার পর বিঘা জমি, আতঙ্কে বাসিন্দারা

নদীগর্ভে বিলীন বিঘার পর বিঘা জমি, আতঙ্কে বাসিন্দারা

তুফানগঞ্জ: নদীর জলস্তর বাড়ায় নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের উল্লারঘাট এলাকায়। যার জেরে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। গত কয়েকবছরে বিঘা বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এবছর চোখের সামনেই আবাদি ফসল সহ কয়েক বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। নদী বসতির দিকে এগিয়ে আসছে। যেভাবে নদীভাঙন চলছে, এভাবে চলতে থাকলে এবছরই নদীর গ্রাসে বহু বাড়ি নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এই নদী অনেকেরই ঘুম কেড়ে নিয়েছে। তাই তড়িঘড়ি বাঁধ না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

উল্লারঘাট এলাকায় রায়ডাক নদীর একদিকে বহুবছর আগেই আংশিক বাঁধের কাজ হয়েছিল। অপরদিকে নেই কোনও বাঁধ। রয়েছে আবাদি জমি, গঙ্গাবাড়ি, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ কয়েকশো পরিবার। কৃষক থেকে শুরু করে গ্রামবাসীদের দাবি, শীঘ্রই বাঁধ দেওয়া হোক। গতবছর নদীভাঙন ঠেকাতে অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বাঁশের পাইলিং করে বালির বস্তা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তা গতবছরই নদীগর্ভে তলিয়ে গিয়েছে। বর্তমানে নদীর জলস্তর কখনও কমছে, কখনও আবার বাড়ছে। এতে নদীর পাড় ভাঙন ব্যাপক আকার ধারণ করতে চলেছে। শুধু বর্ষাকালেই নয়, শুখা মরশুমেও নদী ভাঙন কমবেশি হয়ে থাকে। এক কথায় বছরের প্রায় সবসময়ই কমবেশি নদীভাঙন চলতে থাকে। এলাকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষিকাজের উপর ভরসা করেই সংসার চালাতে হয় তাঁদের। কিন্তু এভাবে আবাদি জমি নদীগর্ভে তলিয়ে গেলে পথে বসতে হবে বলেই স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দা তথা কৃষক মহেন্দ্র বর্মন জানান, লিখিতভাবে সেচ দপ্তর, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েতের জানানো হলেও কোনও লাভ হয়নি। শীঘ্রই যদি বাঁধের কাজ শুরু করা না হয় তাহলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে নামব। তুফানগঞ্জ মহকুমা সেচ দপ্তরের আধিকারিক সৌরভ সেন বলেন, আমাদের তরফ থেকে রিপোর্ট পাঠানো হয়েছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | হেলমেট পরে বাইকে চেপে ভোট পরিদর্শন দেবের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) দিন সকাল থেকে বাইকে চড়ে বুথ পরিদর্শন করলেন ঘাটালের (Ghatal Lok Sabha) তৃণমূল প্রার্থী দীপক...

Abhijit Ganguly | পুলিশি জুলুমের অভিযোগ! বিজেপি বিধায়কের আপ্তসহায়কের বাড়িতে ধর্নায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটের ময়দান ছেড়ে পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগে ধর্নায় বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার ভোট শুরুর পর থেকেই বিভিন্ন...
Missing wife, migrant worker at police station

Harishchandrapur | বাড়ি ফিরতেই উধাও বউ, থানার দ্বারস্থ পরিযায়ী শ্রমিক

0
হরিশ্চন্দ্রপুর: স্বামী পরিযায়ী শ্রমিক। তিনি মধ্যপ্রদেশের ইন্দোরে কাজ করেন। ১৪ দিন আগে বাড়ি ফিরেছেন। তারপর থেকেই উধাও তাঁর স্ত্রী। খোঁজ মিলছে না তাঁর। এদিকে...

Kerala | গুগল ম্যাপে ভরসা, রাস্তা ছেড়ে নদীতে নামল গাড়ি! কী হল তারপর?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অচেনা রাস্তায় গেলে প্রায়ই গুগল ম্যাপের (Google map) সাহায্য নেওয়া হয় সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য। কিন্তু এই গুগল ম্যাপের ভরসায়...
husband tried to kill his wife by poisoning her

Raiganj | প্রতিবেশীর গলায় ধারালো অস্ত্রের কোপ! পলাতক অভিযুক্ত

0
রায়গঞ্জ: এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের লক্ষ্মনীয়া দুর্গা মন্দির এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,...

Most Popular