রাজ্য

নদীগর্ভে বিলীন বিঘার পর বিঘা জমি, আতঙ্কে বাসিন্দারা

তুফানগঞ্জ: নদীর জলস্তর বাড়ায় নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের উল্লারঘাট এলাকায়। যার জেরে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। গত কয়েকবছরে বিঘা বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এবছর চোখের সামনেই আবাদি ফসল সহ কয়েক বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। নদী বসতির দিকে এগিয়ে আসছে। যেভাবে নদীভাঙন চলছে, এভাবে চলতে থাকলে এবছরই নদীর গ্রাসে বহু বাড়ি নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এই নদী অনেকেরই ঘুম কেড়ে নিয়েছে। তাই তড়িঘড়ি বাঁধ না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

উল্লারঘাট এলাকায় রায়ডাক নদীর একদিকে বহুবছর আগেই আংশিক বাঁধের কাজ হয়েছিল। অপরদিকে নেই কোনও বাঁধ। রয়েছে আবাদি জমি, গঙ্গাবাড়ি, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ কয়েকশো পরিবার। কৃষক থেকে শুরু করে গ্রামবাসীদের দাবি, শীঘ্রই বাঁধ দেওয়া হোক। গতবছর নদীভাঙন ঠেকাতে অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বাঁশের পাইলিং করে বালির বস্তা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তা গতবছরই নদীগর্ভে তলিয়ে গিয়েছে। বর্তমানে নদীর জলস্তর কখনও কমছে, কখনও আবার বাড়ছে। এতে নদীর পাড় ভাঙন ব্যাপক আকার ধারণ করতে চলেছে। শুধু বর্ষাকালেই নয়, শুখা মরশুমেও নদী ভাঙন কমবেশি হয়ে থাকে। এক কথায় বছরের প্রায় সবসময়ই কমবেশি নদীভাঙন চলতে থাকে। এলাকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষিকাজের উপর ভরসা করেই সংসার চালাতে হয় তাঁদের। কিন্তু এভাবে আবাদি জমি নদীগর্ভে তলিয়ে গেলে পথে বসতে হবে বলেই স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দা তথা কৃষক মহেন্দ্র বর্মন জানান, লিখিতভাবে সেচ দপ্তর, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েতের জানানো হলেও কোনও লাভ হয়নি। শীঘ্রই যদি বাঁধের কাজ শুরু করা না হয় তাহলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে নামব। তুফানগঞ্জ মহকুমা সেচ দপ্তরের আধিকারিক সৌরভ সেন বলেন, আমাদের তরফ থেকে রিপোর্ট পাঠানো হয়েছে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

ভাগবত হয়তো মুক্তো ছড়ালেন উলুবনে

  রন্তিদেব সেনগুপ্ত তিন দশক পরে আরও একজন কেউ নরেন্দ্র মোদিকে রাজধর্মের কথা স্মরণ করিয়ে…

6 mins ago

Train accident | সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণেই কাঞ্চনজঙ্ঘা-মালগাড়ি সংঘর্ষ, জানালো রেল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিক…

13 mins ago

অগ্রগতির লক্ষ্যে বদলে যায় সব চেনা পথ

  শৌভিক রায়  উচ্চমাধ্যমিক পাশ করার পর ফালাকাটা থেকে কোচবিহারের কলেজগুলিতে ফর্ম ফিলআপ করতে গিয়েছিলাম।…

18 mins ago

Train Accident | চলছে উদ্ধারকাজ, রাঙাপানিতে বাস পাঠাচ্ছে এনবিএসটিসি

কোচবিহার: সোমবার সকালে রাঙাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনা(Train Accident)। শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারল মালগাড়ি।…

26 mins ago

শরিকদের মোছার কাজ শুরু সিপিএমেরই

  প্রবীর ঘোষাল একসময় সিঙ্গুরের জমি আন্দোলনকে ঘিরে শুধু রাজ্যে নয়, দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল।…

29 mins ago

Train accident | রাঙাপানির কাছে ট্রেন দুর্ঘটনা, চালু একাধিক হেল্পলাইন নম্বর, রইল তথ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train accident)। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express)…

36 mins ago

This website uses cookies.