রায়গঞ্জ: বিজেপি থেকে ভাড়া করা প্রার্থী এনে ভোটে (Lok Sabha Election 2024) দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার রায়গঞ্জ (Raiganj) বিধানসভার বাম-কংগ্রেসের (Left-Congress) যৌথ সভায় এভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন জোট প্রার্থী আলি ইমরান রমজ ওরফে ভিক্টর (Victor)। তাঁর কথায়, ‘রায়গঞ্জ লোকসভার মধ্যে তৃণমূলের একজন নেতা পেলেন না যিনি দলের হয়ে প্রার্থী হতে পারবেন। তারজন্য বিজেপি থেকে ভাড়া করে প্রার্থী এনে তৃণমূলে দাঁড় করাতে হচ্ছে। এটা তৃণমূলের লজ্জার এবং আমাদের জেলায় যাঁরা নিজেকে তৃণমূল নেতা বলে পরিচয় দেন তাঁদেরও লজ্জ্বার। তাঁদের নিজেকে নেতা বলে পরিচয় দেওয়ার অধিকার নেই।’ ভিক্টর আরও বলেন, ‘দলের নেত্রী তাঁদের নেতা মনে করেন না বলেই বিজেপি থেকে এনে তৃণমূলের প্রার্থী করেছেন। সাধারণ মানুষ বুঝে গিয়েছেন তৃণমূল আর বিজেপি একটি দল।’
ভিক্টরের কথায়, ‘তৃণমূল যেহেতু বিজেপিকে মদত দিচ্ছে এবং মানুষকে ভুল বুঝিয়ে তাদের ভোট বিজেপির বাক্সে ফেলার কৌশল নিয়েছে, তাই আমাদের তৃণমূলের বিরুদ্ধে বলতে হচ্ছে। তৃণমূল সরকারে আছে, মুখ্যমন্ত্রী আছেন। কিন্তু রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূলের একজনও নেতা পেলেন না যিনি দলের হয়ে প্রার্থী হতে পারবেন। তাই রায়গঞ্জের মানুষ আমার জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।’
যদিও তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালার দাবি, ‘বাম-কংগ্রেস ও বিজেপি একজোট হলেও জিততে পারবে না। কারণ তাদের কোনও সংগঠন নেই। আমরা এবার রায়গঞ্জ আসনটিতে জয়ী হচ্ছি।’