Top News

Leopard Panic | চিতাবাঘ নাকি বনবিড়াল? ধন্দের মাঝেই ধূপগুড়িতে খাঁচা বসাল বনদপ্তর

ধূপগুড়িঃ প্রথমে দেখে কেউ বলেছিল বনবিড়াল (Wild cat) আবার কেউ বলেছিল চিতাবাঘ (Leopard)। তবে নিশ্চিত হতে কিছুটা সময় লেগে গিয়েছিল। তবে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে (Binnaguri wildlife squad) ঘটনা শুনতেই কিষাণ মান্ডি চত্বরে খাঁচা পেতে বন্যপ্রানীটিকে ধরার জন্যে টোপ দিয়েছেন। দেখা গিয়েছে, কিষাণ মান্ডির সীমানা প্রাচীর দিয়ে চিতাবাঘের মতোই বড় জন্তু হাঁটছে। স্থানীয়রা একটি ভিডিও তোলে, যা নিমেষেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও দেখেই বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা খাঁচা পাতার সিদ্ধান্ত নেয়। তবে ওই ভাইরাল ভিডিও যাচাই করে নি  উত্তরবঙ্গ সংবাদ। তবে বনবিড়াল হলে খাঁচা পাতা কতটা জরুরি তা  নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। এদিকে খাঁচা পাতার পরই অনেকের মধ্যেই ধারণা হয়েছে যে চিতাবাঘ বুঝেই বনদপ্তর খাঁচা পেতেছে।  মঙ্গলবার ধূপগুড়ি কিষাণ মান্ডিতে ঝোপের আড়ালে টোপ দিয়ে খাঁচা বসানো হয়েছে।

এদিকে কিষাণ মান্ডির সঙ্গেই জনবসতি এবং ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তর রয়েছে। সেখানে নিয়মিত কাজের জন্যে প্রচুর মানুষের ভিড় হয়। স্বাভাবিক ভাবে চিতাবাঘ হয়ে থাকলে হামলা চালালে ক্ষতির আশঙ্কা থাকে। সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন বলেন, এর আগেও লোকালয়ে চিতাবাঘ বেরিয়েছিল। এক্ষেত্রেও না হওয়ার কিছু নেই। তবে পুরোটাই বনদপ্তর চিহ্নিত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে মানুষের নিরাপত্তার কথা ভেবে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বনদপ্তরের। এই খাঁচা পাতার পেছনে নির্বাচনী প্রস্তুতিও রয়েছে।

বনদপ্তরের একটি সূত্র বলছে, নির্বাচনের সময় কোনও বিপদ যাতে না ঘটে, সেই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এলাকায় খাঁচা পাতা হয়েছে। তবে সচরাচর বনবিড়াল হলে খাঁচা পাতা হয় না। স্বাভাবিক ভাবে বনদপ্তর নিশ্চিত চিতাবাঘ বুঝতে পেরেই খাঁচা পেতেছে। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার ধ্রুবজ্যোতী বিশ্বাস বলেন, চিতাবাঘ অনুমান করেই খাঁচা পাতা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Changrabandha | আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সুচিত্রার! উচ্চমাধ্যমিকে দিনমজুরের মেয়ের সফলতার গল্প মুখে মুখে

চ্যাংরাবান্ধাঃ অন্যের জমিতে চাষবাস করেই চলে সংসার। নুন আনতে পান্তা ফুরোনোর পরিস্থিতি। এই আর্থিক প্রতিকূলতা…

8 mins ago

Amit Shah | অন্ডাল বিমানবন্দরে অমিত শা’কে বিদায় জানাতে ‘কয়লা মাফিয়া’! অভিযোগ তৃণমূলের

আসানসোল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে (Amit Shah) বিদায় জানাতে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে কাজি নজরুল…

13 mins ago

Balurghat Hospital X-Ray | এক্স-রে মেশিন থেকেও বন্ধ! কেন এমন পরিস্থিতি বালুরঘাট হাসপাতালে?

বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat hospital) আকাল এক্স-রে প্লেটের (Insufficiency of X-ray plates)। প্লেটের অভাবে…

30 mins ago

POK | অন্যায্য করের বোঝা! বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনগণের বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর (POK)। কয়েকদিন আগেই নতুন কর…

47 mins ago

Elephant attack | ফের হাতির হানা ছোটা ফাঁপড়িতে, জানালা ভাঙল আইসিডিএস সেন্টার ও শিশু শিক্ষা কেন্দ্রের

শিলিগুড়ি: অন্যত্র খাদ্য সামগ্রী সরিয়েও কাজের কাজ কিছু হল না, ফের হাতির হামলার মুখে পড়তে…

1 hour ago

Jalpaiguri News | নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল ডাম্পার, কোনমতে প্রাণ বাঁচল চালকের

বেলাকোবা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার (Dumper loaded with stones)। অল্পের জন্য প্রাণে…

2 hours ago

This website uses cookies.