Saturday, May 18, 2024
HomeBreaking News‘পাক অধিকৃত কাশ্মীর থেকে আগে একটা আপেল নিয়ে আসুক, তার পর দখল...

‘পাক অধিকৃত কাশ্মীর থেকে আগে একটা আপেল নিয়ে আসুক, তার পর দখল করবে’, কটাক্ষ অধীরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৪ এর আগেই পাক অধিকৃত কাশ্মীরের দখল নেবে ভারত। এক বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সম্প্রতি লোকসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাও দাবি করেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কাশ্মীরের পুনর্দখল সংক্রান্ত মন্তব্যকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেছেন, “পাক অধিকৃত কাশ্মীর দিয়ে পাক-চিন করিডর রয়েছে তিন হাজার কিলোমিটার। ভারত পিওকে দখল করবে তা ২০১৯ সালে বলেছিল মোদি অমিত শা’রা। ৩৭০ ধারা কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়, সেদিন অমিত শা সংসদে অনেক লম্বা-চাওড়া ভাষণ দিয়েছিসেন। পিওকে দখল করব, আকসাই বলে চিন দখল করব। কিন্তু চিনই এখন লাদাখ দখল করে বসে আছে। ও সব ভাষণ ভোটের আগে বাজার গরম করার কথা। পাক অধিকৃত কাশ্মীর থেকে আগে একটা আপেল নিয়ে আসুক, তার পর দখল করবে।”

উল্লেখ্য, চলতি লোকসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা বলেছিলেন, ‘নতুন বিলে পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন থাকছে। কারণ পিওকে (পাক অকুপায়েড কাশ্মীর) আমাদেরই অংশ।’ এরপরই প্রশ্ন উঠতে শুরু করে ভারত সরকার কি এবার পাক অধিকৃত কাশ্মীর নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা করছে? এদিন অমিত শ’র ডেপুটি নিশীথ প্রামাণিক বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার লোক যখন আছেন তখন যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ৩৭০এর মতো ধারাকে যদি কাশ্মীর থেকে ছুড়ে ফেলে দিতে পারি, লালচকে যদি ভারতের তেরঙ্গা ঝান্ডা উড়তে পারে। তাহলে পাক অধিকৃত কাশ্মীরে কোনওদিন সকালে উঠে দেখতে পারেন ভারতের পতাকা উড়ছে। এতে অবাক হওয়ার কিছু নেই।” তিনি আরও বলেছেন, “এমন দুই বলিষ্ঠ ব্যক্তি দেশকে নেতৃত্ব দিচ্ছেন, যাঁরা দেশের সম্মান এবং স্বার্থের জন্য যা যা প্রয়োজন তাঁরা করতে পারেন।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | উত্তরবঙ্গ সংবাদের খবরের জের, নির্মাণকারীকে বোরিংয়ের পাইপ তোলার নির্দেশ পুরনিগমের

0
শিলিগুড়িঃ শুধু কলেজপাড়া নয়, এবার শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের এক নার্সিংহোম ও এক হোটেলে সদ্য বোরিং করে জল তোলার ছবি ধরা পড়ল। এক...

Siliguri | দু চাকায় ভর করে ভারত ভ্রমণের ইচ্ছে! প্রশাসনের কাছে সহযোগিতা প্রার্থনা শিলিগুড়ি...

0
শিলিগুড়ি: নয়া দাবিতে সরব হলেন শিলিগুড়ি সাইকেলিং কমিউনিটি। শনিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগিতা চাইলেন সংগঠনের সদস্যরা। এদিনের বৈঠক থেকে তাঁরা বলেন, যারা...

Antibiotics | কমছে দেহের রোগ প্রতিরোধ! অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে কড়া কেন্দ্র

0
শিলিগুড়িঃ মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিকের ব্যবহারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে মানব শরীরের। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ওষুধ সেভাবে কাজ করছে না। চিকিৎসায় সাড়া না...

Accident | ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু, দেহ ঘিরে বিক্ষোভ

0
রসাখোয়া: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শনিবার দুর্ঘটনাটি (Accident) ঘটে রসাখোয়ার (Rasakhowa) মহেশপুরে। মৃতের নাম, জিয়াউর রহমান (৪৫)। এদিন সকালে মাঠ...

Lightning | মাঠ থেকে গরু আনতে গিয়ে বিপত্তি, বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির

0
তুফানগঞ্জ: মালদার পর তুফানগঞ্জ। বাজ (Lightning) পড়ে মৃত্যু (Death) হল এক ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তুফানগঞ্জ (Tufanganj) ১ ব্লকের...

Most Popular