Thursday, September 21, 2023
HomeTop News২০১৪ থেকে নিয়োগের তথ্য চাইল ইডি, ঝালদা পুরসভাকে চিঠি

২০১৪ থেকে নিয়োগের তথ্য চাইল ইডি, ঝালদা পুরসভাকে চিঠি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝালদা পুরসভা তৃণমূলের দখলে গিয়েছে। গত বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন ঝালদা পুরসভার পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় এবং আরও চার কংগ্রেস কাউন্সিলর। আর এই দল বদলের পর বদলে গেছে পুরসভার রাজনৈতিক সমীকরণ। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পুর নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে পুরসভাতে এল ইডির নোটিস।

 

ইডি সূত্রের জানা যাচ্ছে, ঝালদা পুরসভাতে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে যতগুলি নিয়োগ করা হয়েছে, সেই নিয়োগের যাবতীয় তথ্য জানতে চান তাঁরা। ২০১৪ সালে পুরসভাতে ৭ জন স্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে। যাদের মধ্যে ১জন একজন অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, ১ জন ইলেকট্রিক মিস্ত্রি, ১ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ২ জন সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ১ জন অফিস সুপারিনটেনডেন্ট এবং ১ জন অ্যাসেসমেন্ট ইনচার্জ। যদিও এই প্রসঙ্গে ঝালদা পুরসভার আধিকারিক গৌতম গোস্বামী বললেন, ‘ইডি একটা চিঠি পাঠিয়েছে। পুরসভায় স্থায়ী ও অস্থায়ী কর্মী যা নিয়োগ হয়েছে তার তথ্য চেয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই চিঠির উত্তর দেব আমরা।’

 

প্রসঙ্গত উল্লেখ্য, ঝালদা পুরসভা একাধিক বিষয়ে ২০১৪ সাল থেকেই খবরের শিরনামে। এই পুরসভা কখন তৃণমূলের দখলে, কখনও আবার এই পুরসভা কংগ্রেসের দখলে, আবার কখনও নির্দলের দখলে যায়। এমনকি এই বোর্ড গঠন নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টেও। মহামান্য আদালতের নির্দেশে ঝালদা পুরসভায় বোর্ড গঠন হয়। তারপর আবার দলবদল। এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুরনিয়োগ মামলায় ঝালদা পুরসভাকে নোটিস পাঠিয়েছিল। পুরসভার এক কর্মী বলেন, ‘সোমবারই আমরা ডাকযোগে ও ইমেল মারফত ইডির নোটিস পেয়েছি। আমরা উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আগেও একই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। সেসময় চিঠি লিখে জানানো হয়েছিল।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments