রাজ্য

স্কুল পড়ুয়াদের জন্য পাঠাগার মাস্টারদার

রাঙ্গালিবাজনা: এক সময় চা পাতার ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। এখন তিনি গৃহশিক্ষক। পড়ান প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের। বাড়ি থেকে ওই গ্রামের দূরত্ব প্রায় ১৫ কিমি। তাই সেখানেই ৫০০ টাকায় ঘর ভাড়া করে থাকেন। শেষ পর্যন্ত ফালাকাটা ব্লকের দেওমালি এলাকায় একটা পাঠাগার খুলে ফেললেন মধ্য দেওগাঁওয়ের বছর সাতাশের তরুণ রবিয়াল হোসেন। রবিবার পাঠাগারের উদ্বোধনে ভীষণ খুশি এলাকার নবম শ্রেণির প্রিয়া বর্মন, একাদশ শ্রেণির মহম্মদ রফিকরা। মাত্র ১০০ খানা বই নিয়েই এদিন পথ চলা শুরু করল এলাকার ‘মাস্টারদা’র পাঠাগার। বিভিন্ন ক্লাসের টেক্সট বই, ব্যাকরণ, সহায়ক বইয়ের পাশাপাশি রাখা হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির কয়েকটি বইও।

রবিয়ালের কথায়, ‘অষ্টম শ্রেণি পর্যন্ত তেমন প্রয়োজন না হলেও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের কয়েকটি বই কিনতেই হয়। অথচ দারিদ্র্যের কারণে অনেকেই বই কিনতে পারে না। স্কুলছুট হওয়ার এটাও একটা কারণ। আমি ধীরে ধীরে বইয়ের সংখ্যা বাড়াতে চাই। আমার ইচ্ছে, ধনীরামপুর-১ ও ২, সাঁকোয়াঝোরা-১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকাগুলির পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের বছরে কুড়ি টাকা করে রেজিস্ট্রেশন ফি’র বিনিময়ে বই পড়ার সুযোগ দেওয়া।’

একটি এনজিও’র সঙ্গে যুক্ত রবিয়াল স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করার কাজও করেন। তিনি সেই সূত্রেই বেগম রাবেয়া খাতুন হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে দরিদ্র পরিবারের স্কুলছুট ছেলেমেয়েদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। এর আগে অনেককেই ব্যক্তিগত টাকায় বই কিনে দিয়েছেন। ওই ছেলেমেয়েরা মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বইগুলি ফিরিয়ে দিয়েছে রবিয়ালকে। ওই বইগুলি নিয়েই তিনি এলাকার বাপি হোসেনের ১৬ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া ঘরে পাঠাগারটি খুলেছেন। রবিয়াল বলেন, ‘বাপি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। ঘরভাড়া এখনও ঠিক করিনি।’

বেগম রাবেয়া খাতুন হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক নীতীশচন্দ্র দত্ত বলছেন, ‘লাইব্রেরি চালুর ভাবনা নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছিলেন রবিয়াল। আমি উৎসাহ দিয়েছি। চেষ্টা করব রবিয়ালের পাশে দাঁড়ানোর।’ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক সুনীলকুমার বর্মনের কথায়, ‘পিছিয়ে পড়াদের শিক্ষার জন্য কাজ করছেন রবিয়াল। আর শিক্ষাই চেতনা আনে।’ রবিয়ালের ভূমিকার প্রশংসা করেছেন এলাকার অনন্ত রায়, সাবানা ইয়াসমিনরাও।

এলাকার ঢ্যাংপাড়ি বাজার, ফকিরপাড়া সহ সন্নিহিত এলাকায় রবিয়াল দেখেছেন, স্কুলছুট পড়ুয়ার সংখ্যা চমকে ওঠার মতো। তাঁর কথায়, এলাকার ছেলেমেয়েদের মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ার পেছনে অভিভাবকদের ভূমিকায় অবাক হতে হয়। এঁদের একটা অংশ আজও মনে করেন, ছেলেমেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। এই মানসিকতা থেকে মুক্তির একটাই পথ। নিরবচ্ছিন্ন শিক্ষাদানে ওদের পাশে দাঁড়ানো।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Arambagh TMC | আরামবাগের তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর! কাঠগড়ায় বিজেপি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল (Arambagh TMC) প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর।…

19 mins ago

Malda | অনন্য নজির, বৌভাতে মরনোত্তর দেহদানের অঙ্গীকার নবদম্পতির

জসিমুদ্দিন আহম্মদ, মালদা: বিয়ে মানে বন্ধন। সে কথা সবাই জানে। কিন্তু বিয়ে যে মানবিকতারও বাহক…

25 mins ago

Dead Body Recovered | কোচবিহারে আবাসন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার

কোচবিহার: কোচবিহারের একটি আবাসন থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার। রবিবার দুপুরে গোলবাগান এলাকায় ঘটনাটি ঘটেছে।…

26 mins ago

Sandeshkhali | ভাইরাল ভিডিও নিয়ে ফের উত্তপ্ত সন্দেশখালি, গঙ্গাধরের বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভাইরাল ভিডিও নিয়ে ফের অশান্ত সন্দেশখালি। রবিবার সকালে বিজেপির মণ্ডল সভাপতি…

27 mins ago

জল সমস্যা মেটানোর দাবিতে টোটোপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝোলালেন স্বাস্থ্যকর্মীরা

মাদারিহাট: পানীয় জলের সমস্যা মেটানোর দাবিতে টোটোপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে তালা বন্ধ করে চলে…

30 mins ago

S. Jaishankar | কানাডার থেকে আরও তথ্য চাই! নিজ্জর মামলায় ভারতীয়দের গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া জয়শংকরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনের ঘটনায় ইতিমধ্যেই…

1 hour ago

This website uses cookies.