Saturday, May 18, 2024
HomeExclusiveSiliguri Hospital | জুনেই প্রসূতি বিভাগে লিফট চালুর সম্ভাবনা

Siliguri Hospital | জুনেই প্রসূতি বিভাগে লিফট চালুর সম্ভাবনা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri Hospital) প্রসূতি বিভাগের নতুন লিফটের নির্মাণ শেষ। সেটা চালু হলে সংশ্লিষ্ট বিভাগের ওয়ার্ড, লেবার রুমে (Labour Room) যাতায়াত অনেকটা সহজ হবে। পাশাপাশি অন্য অন্তর্বিভাগে চিকিৎসাধীন রোগীরাও এর সুবিধা পাবেন।

হাসপাতালের বহির্বিভাগ, প্যাথলজি (Pathology Lab), ব্লাড ব্যাংক (Blood Bank) থেকে শুরু করে জরুরি বিভাগ, সর্বত্র নতুন করে সাজানো হচ্ছে। দেওয়ালে টাইলস, মেঝেতে মার্বেল পাথর বসিয়ে ঝাঁ চকচকে করা হচ্ছে পুরো হাসপাতাল। কর্তৃপক্ষের উদ্যোগে খুশি রোগী ও তাদের পরিজনরা। কিন্তু তাল কাটছে হাসপাতালে আসা একাংশ মানুষের অসচেতনতা। পানের পিক, গুটখা ও থুতু ফেলে দেওয়াল নোংরা করছে তারা। ফের অস্বাস্থ্যকর হচ্ছে হাসপাতালের পরিবেশ।

এ প্রসঙ্গে হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ বলছেন, ‘মানুষ সচেতন না হলে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আমরা অনেক জায়গায় দেওয়ালে ছবি এঁকে দিচ্ছি, যাতে মানুষ সেগুলো দেখে পিক বা থুতু না ফেলেন। তাতেও কাজ হচ্ছে না।’

শিলিগুড়ি জেলা হাসপাতালে বহির্বিভাগের ভবনে দুটি লিফট বর্তমানে চালু। সেই লিফট ব্যবহার করে মেল মেডিসিন, ফিমেল মেডিসিন অন্তর্বিভাগে যাওয়া যায়। প্রসূতি এবং শিশু বিভাগে যাওয়ার জন্য পৃথক কোনও লিফট না থাকায় সমস্যা হচ্ছিল। জরুরি বিভাগের পাশের লিফট ব্যবহার করে প্রসূতি ও শিশুদের অনেকটা ঘুরিয়ে নির্দিষ্ট বিভাগে নিয়ে যেতে হয়। সেই সমস্যা দূর করতে প্রায় এক বছর আগে প্রসূতি বিভাগের ভবনে প্যাথলজির বাইরের দিক দিয়ে লিফট বসানোর কাজ শুরু হয়। সেই লিফট তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দ্রুত ট্রায়াল দেওয়া হবে বলে পূর্ত দপ্তর জানিয়েছে। হাসপাতাল সূত্রের খবর, নির্বাচনি বিধিনিষেধ চলছে। ৪ জুনের পর বিধিনিষেধ উঠে গেলে সম্ভবত এই লিফট চালু হবে।

কয়েক বছর আগে পান, গুটখা মুখে নিয়ে হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ ছিল। কেউ নিয়ম না মানলে জরিমানার নিদানও দেওয়া হয়। বর্তমানে কড়াকড়ি না থাকায় ফের হাসপাতালে যত্রতত্র নোংরা করছেন কিছু রোগী এবং তাদের পরিজনরা। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।

শনিবার বহির্বিভাগের লাইনে দাঁড়িয়ে টিকিয়াপাড়ার বাসিন্দা সুজয় দাস বলছিলেন, ‘এত সুন্দর করে হাসপাতালকে সাজানো হচ্ছে। অথচ আমরাই যদি যেখানে-সেখানে পানের পিক বা থুতু ফেলি, তাহলে তো সমস্যা বাড়বে। যে বা যারা এসব করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’ অন্য রোগীরাও মনে করেন, দু’তিনটি ঘটনায় ব্যবস্থা নিলে বাকিরা সতর্ক হয়ে যাবে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

0
কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered) হল ঘটনাস্থল থেকে। ওই জার থেকে ৯টি প্লাস্টিকের বলবোমা...

Minority Scholarship Scam | স্কলারশিপের টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ জনকে হেপাজতে চায় সিআইডি

0
বিশ্বজিৎ সরকার, করণদিঘি: মাইনোরিটি স্কলারশিপের (Minority Scholarship Scam) কোটি কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত মহম্মদ ফইজুল রহমান ও আবদুস সামাদকে নিজেদের হেপাজতে নিতে চায়...

Raiganj | গ্রেপ্তার করেনি পুলিশ, বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত

0
রাহুল দেব, রায়গঞ্জ: আদালতের নির্দেশ সত্ত্বেও খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার(Arrest) করেনি পুলিশ। এলাকায় বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত। শুধু তাই নয়, অভিযোগকারীদের প্রায়শই খুনের...

Durgapur | বাংলাদেশে পাচারের ছক বানচাল,২০ হাজার বোতল সিরাপ সহ ধৃত ২

0
দুর্গাপুর: বাংলাদেশে পাচারের পথে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের(STF) জালে ধরা পড়লো বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল সিরাপের বোতল। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এবিএল মোড়...
lightning death

Malda | দূষণের প্রভাবে ফের তীব্র বজ্রপাতের আশঙ্কা, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

0
অরিন্দম বাগ, মালদা: সামান্য বৃষ্টি, হালকা হাওয়া আর মুহুর্মুহু বজ্রপাত। বৃহস্পতিবার বিকেলে তাতেই প্রাণ হারিয়েছেন মালদা (Malda) জেলার ১১ জন বাসিন্দা। মালদার এই দুর্যোগ...

Most Popular