Thursday, May 2, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গlok sabha election 2024 | ভোটের মুখে বড় ধাক্কা শাসকদলে, তৃণমূল ছেড়ে...

lok sabha election 2024 | ভোটের মুখে বড় ধাক্কা শাসকদলে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অমরনাথ ঝা

নাগরাকাটাঃ ঘোষণা করেছিলেন আগেই। বুধবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অমরনাথ ঝা। জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন মেন্টার অমরনাথের হাতে পদ্মপতাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী। মালবাজারে বিজেপির জনসভার মঞ্চে চা শ্রমিক নেতার দলত্যাগে তৃণমূলের অভ্যন্তরে এখন জোর মন্থন শুরু হয়েছে। অমরনাথের সঙ্গে এদিন বিজেপিতে নাম লিখিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নাগরাকাটা ব্লক কমিটির আহ্বায়ক গৌরব দে।

যদিও শাসক দলের জেলা সভাপতি মহুয়া গোপ একাধিক উদাহরন তুলে ধরে বলেন, এমন অনেক নেতাই দল ছেড়েছে। তাতে তৃণমূলের কোন ক্ষতি হয় নি। এক্ষেত্রেও কিছু হবে না। জলজ্যান্ত উদাহরন তো ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের আগে আমাদের প্রাক্তন বিধায়ক মিতালী রায়ই রয়েছেন। তিনি তখন বিজেপিতে গেলেও ওই কেন্দ্রে আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায়ই বড় মার্জিনে জেতেন। এবারও মানুষের আশীর্বাদে তৃণমূলের জয় রোখার সাধ্য কারোর নেই।

নাগরাকাটা ব্লক কংগ্রসের প্রাক্তন সভাপতি অমরনাথের দলত্যাগের বিষয়টি নিয়ে দিনভর চর্চা হয় তৃণমূলের অন্দরে। অমরনাথের সঙ্গে আর কেউ গেলেন কিনা বা যোগাযোগ রাখছেন কিনা, সেই বিষয়েও নজর রাখছেন দলীয় নেতৃত্ব।

কে এই অমরনাথ ঝা? একটা সময়ে সিপিএমের বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে ডুয়ার্সের কংগ্রেসের অবস্থাকে চাঙ্গা করেছেন এই অমরনাথ। ভরা বাম আমলে তাঁর নেতৃত্বেই ২০০৩ এর পঞ্চায়েত ভোটে নাগরাকাটায় কংগ্রেস ৯ টি আসনে জয়ী হয়। ২০০৮ এর পঞ্চায়েতে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১। ২০১১-র বিধানসভা ভোটে নাগরাকাটা আসন থেকে কংগ্রেস প্রার্থীর জয় কিংবা ২০১৩-র ভোটে সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখলেরও নেপথ্য কারিগর ছিলেন। সেবার নিজেও কংগ্রেসের টিকিটে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ব্লক সভাপতি হন। ২০১৮ সাল থেকে মাস খানেক আগে পর্যন্তও জেলা পরিষদের মেন্টর ছিলেন। ২০১৯ এ তাঁকে সরিয়ে দেওয়া হয় শাসক দলের ব্লক সভাপতির পদ থেকে। তৃণমূলের চা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকেও সরানো হয়েছিল আগেই।

এদিন অমরনাথ বলেন, দল যে আমাকে ব্রাত্য করে দিয়েছে বুঝতে বাকি ছিল না। আমি রাজনীতির লোক। বসে থাকতে পারব না। বিজেপিতে থেকেই মোদিজীর সৈনিক হয়ে পরবর্তী রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যেতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে। এদিন থেকেই দলের হয়ে নির্বাচনি প্রচারে নেমে পড়েছি। অমরনাথের সঙ্গী হিসেবেই পরিচিত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রেম ছেত্রী বলেন, উনি ভুল সিদ্ধান্ত নিলেন। এককথায় হতাশজনক। তবে দলের ওপর একচুলও প্রভাব পড়বে না।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Madhyamik Result 2024 | মাধ্যমিকে জলপাইগুড়ির অন্য স্কুলগুলিকে টেক্কা দিল নাগরাকাটার একলব্য মডেল

0
নাগরাকাটা: মাধ্যমিকে (Madhyamik Result 2024) সামগ্রিক ভালো ফলের নিরিখে ফের জলপাইগুড়ির (Jalpaiguri) অন্যান্য স্কুলগুলিকে টেক্কা দিল নাগরাকাটার একলব্য মডেল স্কুল (Nagrakata Eklavya Model School)।...

Malda | লোকসভার প্রচারে চাঁচলে তৃণমূলের মিছিল, পা মেলালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

0
চাঁচল: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে বৃহস্পতিবার বিকেলে মালদার (Malda) চাঁচল ১ (Chanchal) এর কলিগ্রাম অঞ্চলে তৃণমূলের (TMC) মিছিলে জনজোয়ার। এদিন মিছিলে...

Madhyamik Result 2024 | বাবা সাইকেল মিস্ত্রি, মাধ্যমিকে ৬২১ পেয়েও পছন্দের বিষয় অধরা মহম্মদ...

0
সিতাই: চোখে স্বপ্ন বড় হওয়ার। তাই আর্থিক অনটন বাধা হতে পারেনি কোচবিহার জেলার সিতাই (Sitai) ব্লকের চামটা আদর্শ হাইস্কুলের পড়ুয়া মহম্মদ আরেনের পথে। মাধ্যমিকে...

Madhyamik Result 2024 | মা মুদি দোকান চালান, প্রতিবন্ধকতা সত্ত্বেও মাধ্যমিকে নজরকাড়া ফল বানারহাটের...

0
গয়েরকাটা: মাধ্যমিকে নজরকাড়া ফল (Madhyamik Result 2024) করল বানারহাট (Banarhat) ব্লকের শ্রাবনীতা মল্লিক। দুরামারি চন্দ্রকান্ত হাইস্কুলের পড়ুয়া প্রায় ৯০ শতাংশ নম্বর পেয়েছে। তার প্রাপ্ত...

C. V. Ananda Bose | নজিরবিহীন! রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলাকর্মীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C. V. Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ উঠল। রাজভবনেরই এক মহিলাকর্মী হেয়ার স্ট্রিট থানায়...

Most Popular