মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Lok Sabha Election 2024 | ভোটে উত্তপ্ত কোচবিহার, দিকে দিকে বোমা উদ্ধার, আক্রান্ত ভোটার

শেষ আপডেট:

কোচবিহার: ভোটে (Lok Sabha Election 2024) উত্তপ্ত কোচবিহার (Cooch Behar)। দিনহাটার (Dinhata) ভেটাগুড়ির খারিজা বালাডাঙায় রাস্তার ধারে তাজা বোমা উদ্ধার হয়েছে। এখনও বোমা নিষ্ক্রিয় করা হয়নি বলে অভিযোগ।

এদিকে কোচবিহার-১ এর ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মধ্য ফলিমারিতে তৃণমূলের বাইক বাহিনী এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ তুলল বিজেপি। সেখানেও এদিন সকালে নয়টি তাজা বোমা উদ্ধার হয়েছে। পুলিশ বোমাগুলি উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দা বিক্রম রাজভর জানিয়েছেন, গতকাল রাতে এলাকায় বোমা ফাটার আওয়াজ পাওয়া যায়। এমনকি তৃণমূলের তরফে স্থানীয়দের ভোট দিতে না যাওয়ার জন্য শাসানো হয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ওই এলাকারই পার্শ্ববর্তী ভোটেরহাট শিশু শিক্ষাকেন্দ্রে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসের বোমার আঘাতে মৃত্যু হয়। ওই একই এলাকায় ফের বোমাবাজির অভিযোগ ওঠায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

অন্যদিকে, শীতলকুচির (Sitalkuchi) ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত ভোটার। বিনোদ সরকার নামে এক ভোটার জখম হয়েছেন বলে অভিযোগ। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গণ্ডগোল শুরু হয়। তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Dinhata | দিনের আলোয় ডোবা ভরাট! নীরব প্রশাসন

দিনহাটা: গত এক সপ্তাহ ধরে দিনের আলোয় ভরাট করা...

Cooch Behar | সিঁদুর পরার ধরনে বদল! কী বলছেন আধুনিকা নারীরা?

কোচবিহার: আগে ঘরে-বাইরে বিবাহিত মেয়েদের কপালে সিঁদুরের টিপ আর...

Balurghat | পাইপলাইন জোড়ার আঠা দিয়ে কৃষ্ণের মূর্তি

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: মাটি দিয়ে মূর্তি তৈরির কথা সকলের...

Cooch Behar | মোবাইল নিয়ে হলে, বহিষ্কার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে

কোচবিহার: মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও মোবাইল নিয়ে পরীক্ষার হলে...