Monday, April 29, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গLok Sabha Election 2024 | এবার বহরমপুরে ছক্কা মারবেন ইউসুফ পাঠান, দাবি...

Lok Sabha Election 2024 | এবার বহরমপুরে ছক্কা মারবেন ইউসুফ পাঠান, দাবি তৃণমূলের

বহরমপুর: রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আর সেই প্রার্থী তালিকায় একের পর এক চমক। বহরমপুরে কেকেআর-এর প্রাক্তন তারকাকে প্রার্থী করে চমক দিল রাজ্যের শাসকদল। লোকসভা নির্বাচনে(Lok Sabha Election 2024) বহরমপুরে প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান(Yusuf Pathan)।

গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান। দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন। একসময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তিনি। তাঁর ভাই ইরফান পাঠানও জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা। চর্চায় থাকেন তিনিও। মোদির শহরে জন্ম ইউসুফের। বারোদার গুজরাটি পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালবাসতেন। বারোদার বয়সভিত্তিক দলের নিয়মিত সদস্য ছিলেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ। দেওঘর ট্রফিতে ভালো খেলায় নির্বাচকদের নজরে পড়েন। ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পান। ভারত-পাকিস্তান ফাইনালে দেশের জার্সিতে অভিষেক হয়। টানা ২০১২ সাল পর্যন্ত দেশের জার্সিতে টি-২০ ক্রিকেট খেলেন। ২০০৮ সালে একদিনের ক্রিকেটে হাতেখড়ি। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। প্রথম আইপিএল থেকেই রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন।

ইউসুফের ঝুলিতে রয়েছে টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ডের পাশাপাশি ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ডও। এবার সেই ইউসুফের রাজনীতিতে নামার খবর সামনে আসতেই তা নিয়ে তোলপাড় ক্রিকেট মহল। জোর চর্চা ষূড়ূ হয়েছে রাজ্য-রাজনীতির আঙিনাতেও। এদিকে বহরমপুরে বরবারই দাপট রয়েছে কংগ্রেসের। বর্তমান সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিকে এখনও পর্যন্ত বহরমপুরের প্রার্থী তালিকা প্রকাশ করেনি হাত শিবির। তবে মুর্শিদাবাদ আসনটি এবার কংগ্রেস সিপিএমকে ছাড়তে পারে বলে শোনা যাচ্ছে। তবে এ নিয়ে দুই দলের তরফেই এখনও পর্যন্ত খাতায় কলমে কিছু ঘোষণা করা হয়নি। অপর দিকে বাম কংগ্রেস জোট নিয়ে এখনও সমঝোতা হয়নি। শোনা যাচ্ছে, সিপিআইএম নেতা সহ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হতে পারেন।

এদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, নওদা বিধানসভা কেন্দ্র। শেষ বিধানসভা ভোটে মুর্শিদাবাদে মোটের উপর ভালো ফল ছিল তৃণমূলের। পালে বিশেষ হাওয়া লাগেনি বিজেপির। এখন দেখার ইউসুফের হাত ধরে অধীরগড়ে কতটা বাজিমাত করতে পারে তৃণমূল। যদিও এখানে তৃণমূলের প্রার্থী পদ ঘোষণা নিয়ে এখনও পর্যন্ত ঘাসফুল শিবিরের নেতাদের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। অন্যদিকে, অধীরবাবুকে ফোন করলে তিনি সেখানে কোনও উত্তর দেননি।

ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবে জেনে তৃণমূলের কর্মী সমর্থকরা খুশি হলেও, এলাকার মানুষ খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছেন না তাঁকে। স্থানীয় এক শিক্ষক আসিরুজ্জাম এর কথায়, ‘একজন নামী ক্রিকেটারকে আমরা দেখতে পাবো এটা ঠিক। কিন্তু একদিকে যেমন বিজেপি প্রার্থী নির্মল বাবু খুব ভালো মানুষ। অপরদিকে অধীরবাবু দীর্ঘদিনের সাংসদ। এলাকার অনেক কাজ তিনি করেছেন। এখন দেখার বিষয় কী হয়।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

lakhs of rupees found in BJP leader's car, seized by Election Commission

BJP | বিজেপি নেতার গাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা, বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন

0
মালদা: বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদকের গাড়ি থেকে টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন(Election Commission)। যদিও টাকার উৎপত্তির প্রমাণ দেখানো হয়েছে বলে দাবি করেছেন...

Uttar Pradesh | দিদির বিয়েতে নাচতে গিয়ে বিপত্তি! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিদির বিয়েতে নাচ করাই যেন কাল হল! নাচতে নাচতে আচমকাই লুটিয়ে পড়লেন এক তরুণী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে অনুমান,...

Threat emails | ‘বোমা রাখা আছে’, তিন বিমানবন্দরে হুমকি মেল, বাড়ানো হল নিরাপত্তা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বোমা রাখা আছে’, সোমবার এমনই হুমকি মেল পেল জয়পুর, কানপুর, গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। এমন মেল পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা...

Ajwain Side Effects | মুঠো মুঠো জোয়ান খান? এতে শরীরে কী ক্ষতি হচ্ছে জানেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জোয়ানের উপকারিতা ও নানা গুণ রয়েছে। ত্বক-চুলের যত্ন নিতে, কিডনিতে স্টোন হওয়া রোধ করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, হজম ক্ষমতার উন্নতি,...

Mamata Banerjee | ‘এজেন্সির কথা ছাড়া এক পা চলে না বিজেপি’, গেরুয়া শিবিরকে তোপ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সোমবার জঙ্গিপুরের খড়গ্রামে নির্বাচনি জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে আরও একবার রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির বাড়বাড়ন্ত নিয়ে...

Most Popular