রাজ্য

Lok Sabha Election 2024 | এবার বহরমপুরে ছক্কা মারবেন ইউসুফ পাঠান, দাবি তৃণমূলের

বহরমপুর: রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আর সেই প্রার্থী তালিকায় একের পর এক চমক। বহরমপুরে কেকেআর-এর প্রাক্তন তারকাকে প্রার্থী করে চমক দিল রাজ্যের শাসকদল। লোকসভা নির্বাচনে(Lok Sabha Election 2024) বহরমপুরে প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান(Yusuf Pathan)।

গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান। দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন। একসময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তিনি। তাঁর ভাই ইরফান পাঠানও জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা। চর্চায় থাকেন তিনিও। মোদির শহরে জন্ম ইউসুফের। বারোদার গুজরাটি পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালবাসতেন। বারোদার বয়সভিত্তিক দলের নিয়মিত সদস্য ছিলেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ। দেওঘর ট্রফিতে ভালো খেলায় নির্বাচকদের নজরে পড়েন। ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পান। ভারত-পাকিস্তান ফাইনালে দেশের জার্সিতে অভিষেক হয়। টানা ২০১২ সাল পর্যন্ত দেশের জার্সিতে টি-২০ ক্রিকেট খেলেন। ২০০৮ সালে একদিনের ক্রিকেটে হাতেখড়ি। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। প্রথম আইপিএল থেকেই রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন।

ইউসুফের ঝুলিতে রয়েছে টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ডের পাশাপাশি ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ডও। এবার সেই ইউসুফের রাজনীতিতে নামার খবর সামনে আসতেই তা নিয়ে তোলপাড় ক্রিকেট মহল। জোর চর্চা ষূড়ূ হয়েছে রাজ্য-রাজনীতির আঙিনাতেও। এদিকে বহরমপুরে বরবারই দাপট রয়েছে কংগ্রেসের। বর্তমান সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিকে এখনও পর্যন্ত বহরমপুরের প্রার্থী তালিকা প্রকাশ করেনি হাত শিবির। তবে মুর্শিদাবাদ আসনটি এবার কংগ্রেস সিপিএমকে ছাড়তে পারে বলে শোনা যাচ্ছে। তবে এ নিয়ে দুই দলের তরফেই এখনও পর্যন্ত খাতায় কলমে কিছু ঘোষণা করা হয়নি। অপর দিকে বাম কংগ্রেস জোট নিয়ে এখনও সমঝোতা হয়নি। শোনা যাচ্ছে, সিপিআইএম নেতা সহ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হতে পারেন।

এদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, নওদা বিধানসভা কেন্দ্র। শেষ বিধানসভা ভোটে মুর্শিদাবাদে মোটের উপর ভালো ফল ছিল তৃণমূলের। পালে বিশেষ হাওয়া লাগেনি বিজেপির। এখন দেখার ইউসুফের হাত ধরে অধীরগড়ে কতটা বাজিমাত করতে পারে তৃণমূল। যদিও এখানে তৃণমূলের প্রার্থী পদ ঘোষণা নিয়ে এখনও পর্যন্ত ঘাসফুল শিবিরের নেতাদের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। অন্যদিকে, অধীরবাবুকে ফোন করলে তিনি সেখানে কোনও উত্তর দেননি।

ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবে জেনে তৃণমূলের কর্মী সমর্থকরা খুশি হলেও, এলাকার মানুষ খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছেন না তাঁকে। স্থানীয় এক শিক্ষক আসিরুজ্জাম এর কথায়, ‘একজন নামী ক্রিকেটারকে আমরা দেখতে পাবো এটা ঠিক। কিন্তু একদিকে যেমন বিজেপি প্রার্থী নির্মল বাবু খুব ভালো মানুষ। অপরদিকে অধীরবাবু দীর্ঘদিনের সাংসদ। এলাকার অনেক কাজ তিনি করেছেন। এখন দেখার বিষয় কী হয়।‘

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Mamata Banerjee | কপ্টার নামবে মমতার, মাঠ দিল না মন্ত্রীপুত্রের কলেজ, শোরগোল কাঁথিতে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যেই কলেজের মাথা মন্ত্রীপুত্র, সেই কলেজের মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামার…

9 hours ago

Fire arms | ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়, গত দু’দিনে উদ্ধার তিনটি পিস্তল

দিনহাটা: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়। মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার…

10 hours ago

Darjeeling | পর্যটকদের জন্য সুখবর! এবার এই নয়া রুটে বাসে করেই পৌঁছে যাবেন দার্জিলিং

শিলিগুড়ি: পর্যটকদের অত্যন্ত পছন্দের গন্তব্য পাহাড়ি শহর মিরিক। তবে এতদিন মিরিক পর্যন্ত বাস পরিষেবা থাকলেও…

10 hours ago

Theft Case | গভীর ঘুমে বাড়ির সদস্যরা, গয়না-টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

হেমতাবাদ: গভীর ঘুমে আচ্ছন্ন বাড়ির সদস্যরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কার্যত লুঠতরাজ (Theft case)…

10 hours ago

Accident | নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে গাছে ধাক্কা মারুতি ভ্যানের, মৃত ১, আহত ৬

কিশনগঞ্জঃ বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারল একটি মারুতি গাড়ি।…

10 hours ago

Neeraj Chopra | ফের সাফল্য, তিন বছর পর দেশের মাটিতে নেমেই সোনা জয় নীরজের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিন বছর পর দেশের মাটিতে ইভেন্টে নেমেই সোনা জয় অলিম্পিক চ্যাম্পিয়ন…

10 hours ago

This website uses cookies.