Friday, May 17, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গLok Sabha Election 2024 | ‘চাই না সাংসদ, এলাকার উন্নয়নে দরকার মন্ত্রী’,...

Lok Sabha Election 2024 | ‘চাই না সাংসদ, এলাকার উন্নয়নে দরকার মন্ত্রী’, বালুরঘাটে নতুন দাবি

দিলীপকুমার তালুকদার, বুনিয়াদপুর: সাংসদ হলে কেন্দ্রের আখেরে কোনও লাভ হয় না যদি না প্রার্থীর দল সরকার গঠন করতে পারে। সেক্ষেত্রে একজন সাংসদ ফি বছর পাঁচ কোটি টাকা পাবেন। পাঁচ বছরে তাঁর তহবিলে জমা হবে ২৫ কোটি টাকা। এই টাকায় প্রার্থীর কেন্দ্র বা তাঁর এলাকার সার্বিক উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়। মন্ত্রী হলে প্রার্থীর কেন্দ্র যেমন লাভবান হয় পাশাপাশি কেন্দ্র সংলগ্ন এলাকারও উন্নয়ন হয়। তাই ভোটের মুখে বালুরঘাটে নতুন দাবি উঠেছে – ‘চাই না সাংসদ, উন্নয়নের স্বার্থে প্রয়োজন মন্ত্রীর।’

তৃণমূলের অনেকে খোলাখুলি বলছেন, দল বা প্রার্থী বিপ্লব মিত্রের প্রতি তাঁদের আনুগত্যে এতটুকু চিড় ধরেনি। কিন্তু উনি সাংসদ হলে এলাকার কোনও লাভ হবে না। কারণ, তৃণমূল ৪২টি আসনে জয় পেলেও তারা সরকার গড়তে পারবে না। তাছাড়া শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে, দল কারও সঙ্গে জোটেও যাবে না। সুতরাং, বিপ্লব মিত্রের সাংসদ হওয়া আর না হওয়ার মধ্যে ফারাক সামান্যই। তার চেয়ে মন্ত্রী হলে বালুরঘাট অনেক বেশি লাভবান হবে।

বৃহস্পতিবার দেউরিয়ায় এক তেলেভাজার দোকানে বসে কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল। চিন্ময় চৌধুরী তৃণমূলের কট্টর সমর্থক। প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রের নাম ঘোষণায় খুশি। তিনি বলেন, ‘আমরা তৃণমূল করি। বিপ্লব মিত্রের সমর্থক। কিন্তু আমরা চাই তিনি মন্ত্রী থাকুন। মন্ত্রী থাকলে আমাদের এলাকায় উন্নতি হবে। এমপি হলে সেই ক্ষমতা থাকবে না। বছরে মাত্র ৫ কোটি টাকা পাবেন। পাঁচ বছরে মোট ২৫ কোটি টাকা দিয়ে সারা জেলায় কতটুকু কাজ তিনি করতে পারবেন? তাই আমরা ঠিক করেছি ভোটটা পদ্মেই দেব।’

তার আরও সংযোজন, ‘টিএমসি রাজ্যের ৪২টা আসন পেলেও সরকার গঠন করতে পারবে না।’ উপস্থিত সকলেই সমস্বরে তাঁর কথাকে সমর্থন করলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সিঙ্গাদহের এক তৃণমূল নেতা বলেন, ‘বিপ্লব মিত্র যে কাজের মানুষ, তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। এলাকার জন্য অনেক কাজ করেছেন। আমার মতো অনেকেই চান, বিপ্লব মিত্র মন্ত্রীই থাকুন। সাংসদ হওয়ার দরকার নেই। তাই আমরা অনেকেই এবার তাঁকে ভোট দেব না।’

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ডাকাবুকো সিপিএম নেতা বলেন, ‘আমরা আমাদের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্তকে ভোট দেব না। ভোট দেব বিজেপিকে। এখানে বিজেপি প্রচুর ভোটে এগিয়ে থাকবে। লিখে রাখুন সুকান্ত মজুমদার প্রচুর ভোটে জিতবেন।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
আছড়ে পড়ল ৬০টি রকেট! ইজ়রায়েলের বিমানঘাঁটিতে হামলা ইরানের সমর্থনপুষ্ট হিজ়বুল্লা বাহিনীরইজ়রায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র সংগঠন হিজ়বুল্লা। লেবাননে সক্রিয় শিয়া...

Aishwarya Rai Bachchan | ভাঙা হাতেই কানের রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন ঐশ্বর্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan)। ফাল্গুনি শেন পিককের...
weather update in west bengal

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। উত্তরবঙ্গের পাহাড়ি...

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

0
শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী ও শাশুড়ি। আর এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে...

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

0
শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল...

Most Popular