Sunday, July 7, 2024
HomeBreaking NewsLok sabha election result 2024 | ভোঁতা হয়ে গেল দুর্নীতি-সন্দেশখালির মতো ইস্যু!...

Lok sabha election result 2024 | ভোঁতা হয়ে গেল দুর্নীতি-সন্দেশখালির মতো ইস্যু! ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এই কি বাজিমাত তৃণমূলের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। সময় যত এগিয়েছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড়টা ততই জমাট বেঁধেছে। সবুজ আবিরে মাখা মুখগুলো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে। তুলনায় ম্লান দেখিয়েছে মুররীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দপ্তর। কারণ বাংলা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছে। অথচ এমনটা যে হতে পারে তা কিন্তু আন্দাজ করেননি তাবড় তাবড় ভোটপণ্ডিতরা। বরং তৃণমূলের বিরুদ্ধে যে ইস্যুগুলো বড় হয়ে উঠেছিল তারমধ্যে রয়েছে শিক্ষা দুর্নীতি, সন্দেশখালির মতো ইস্যু ছিল বিরোধীদের হাতে। ফলে অতিবড় তৃণমূল সমর্থকও এতটা ভাল ফল আশা করেননি। কিন্তু কোন অঙ্কে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ভোটের ফলাফলে (Lok sabha election result 2024) পশ্চিমবঙ্গে ২৯ আসনে এগিয়ে তৃণমূল। বিজেপির দখলে যেতে পারে ১২টি আসন। কংগ্রেস ১ টি আসনে জিততে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মূলত ২টো ফ্যাক্টর সরাসরি তৃণমূলের পক্ষে গিয়েছে। তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar) সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প। ভোটের ঠিক আগেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ দ্বিগুন করে বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তপশিলি জাতি উপজাতির মহিলাদের ক্ষেত্রে এই পরিমাণ ১২০০। স্বাভাভিকভাবেই এই সিদ্ধান্তের সুফল পেয়েছে তৃণমূল। মহিলারা ঢেলে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে আরও একটি বিষয় জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তুলে ধরতে পেরেছে তা হল কেন্দ্রের বঞ্চনা। ১০০ দিনের কাজে দীর্ঘদিন ধরে টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূল এনিয়ে কেন্দ্রের বঞ্চনার তত্ত্বকেই প্রতিষ্ঠিত করতে পেরেছে। যা মেনে নিয়েছেন ভোটাররা। এর পাশাপাশি বিরোধীদের হাতে শিক্ষা দুর্নীতি, র‍্যাশন দুর্নীতির মতো ইস্যু থাকলেও তা ভোট বাক্সে কোনও প্রভাব ফেলেনি। যে দুর্নীতিতে তৃণমূল সরকারের একাধিক নেতামন্ত্রী জেলে, আদালতের রায়ে চাকরি হারাতে হচ্ছে শিক্ষকদের, সেই দুর্নীতির ইস্যু ভোট আবহে পেছনের সারিতে চলে গিয়েছে। একই ভাবে লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যু বাংলাকে তোলপাড় করলেও তা কার্যত বুমেরাং হয়েছে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা নির্বাচনের ফলাফলে এটা পরিষ্কার আরও একবার দুর্নীতি-সন্ত্রাসের মতো ইস্যু কেন্দ্রীক প্রচারকে জনকল্যাণমূলক প্রকল্প দিয়ে ভোঁতা করে দিতে পেরেছে তৃণমূল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
নতুন ফৌজদারি আইন চিদম্বরমকে নিশানা ধনকরের তিরুবনন্তপুরম, ৬ জুলাই : সদ্য কার্যকর হওয়া নতুন তিনটি ফৌজদারি আইন নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সমালোচনা করলেন উপরাষ্ট্রপতি...

Deoghar | সুরাটের পর এবার দেওঘরে হুড়মুড়িয়ে ভাঙল বহুতল, ধ্বংসস্তূপে আটকে অনেকে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুরাটের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ঝাড়খণ্ডের দেওঘরে (Deoghar) ভেঙে পড়ল একটি বহুতল (Multi-storey building)। ঘটনাটি ঘটেছে রবিবার...

Toy Train | টানা বৃষ্টিতে পাহাড়ে ধস, টয়ট্রেন বন্ধ রাখতে রেলকে চিঠি রাজ্যের

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: ভারী বৃষ্টিতে (Heavy Rain) পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। ঘটনার জেরে বন্ধ টয়ট্রেন (Toy Train) পরিষেবা। এই পরিস্থিতিতে জোরকদমে ধস সরিয়ে...

Tiger | সিকিম থেকে বাঘের দীর্ঘ যাত্রা ভুটানে

0
শিলিগুড়ি: চম্পাবতের মানুষখেকো বাঘিনীর কথা মনে আছে? জিম করবেট যাঁরা পড়েছেন, তাঁদের নিশ্চয় মনে আছে, ঊনবিংশ শতকের শেষ থেকে বিংশ শতাব্দীর শুরুতে কীভাবে হিমালয়ের...

Teesta | ভয় বাড়াচ্ছে তিস্তাপাড়, ‘পথ খুঁজছে’ প্রশাসন

0
সানি সরকার, শিলিগুড়ি: তিস্তার(Teesta) জলের দিকে নজর থাকে ওঁদের। রাস্তা থেকে জল নামলেই তিস্তাবাজারের বাসিন্দারা ছুটে যান রসদ জোগাড়ে। কিন্তু সেই সুযোগ পাচ্ছে না...

Most Popular