Must-Read News

Loksabha election | লিড না পেলে পদ কেড়ে নেওয়ার হুমকি

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: পাহাড়ের প্রতিটি বুথ থেকেই জোট প্রার্থী গোপাল লামাকে (Gopal Lama) লিড দিতে হবে। নয়তো ভোটের (Loksabha election) পরে দলের পদ কেড়ে নেওয়া হবে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএম) সভাপতি তথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) চিফ এগজিকিউটিভ অনীত থাপা (Anit Thapa) সোমবার কালিম্পংয়ে গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, ‘এই ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আগামী দু’মাস আমাদের সবার কাছেই অ্যাসিড টেস্ট। কার্সিয়াংয়ের সিটং এলাকা থেকে যদি প্রার্থীকে লিড দিতে না পারি তাহলে আমিও ব্যর্থতা মেনে সরে যাব।’ প্রসঙ্গত, জিটিএ ভোটে সিটং থেকে জয়ী হয়ে অনীত থাপা সংস্থার চিফ এগজিকিউটিভ হয়েছেন। অনীতের এই হুঁশিয়ারির পরে পাহাড়ে দলের অন্দরে হইচই পড়েছে।

পাহাড়ের পঞ্চায়েত, জিটিএ (GTA) পুরোপুরি বিজিপিএমের দখলে। দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং সর্বত্রই বিজিপিএম দলীয় সংগঠনকে যথেষ্ট শক্তিশালী করেছে। যার জেরে গত দু’বছরে বিভিন্ন ভোটে সাফল্য এসেছে। এবার লোকসভা ভোট।

২০০৯ সাল থেকে বিজেপির দখলে থাকা দার্জিলিং লোকসভা আসন এবার ছিনিয়ে নেওয়াকেই তৃণমূল কংগ্রেস পাখির চোখ করেছে। আর সেই লক্ষ্য পূরণে অনীত থাপা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসা। পাহাড়ে বিজেপির একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে এসেছে, রাজ্যের শাসকদলের এমনটাই ধারণা। ফলে গত তিন-চারটি লোকসভা ভোটের মতো এবার পাহাড়ে একপেশে ভোট হবে না বলেই রাজনৈতিক মহলও মনে করছে।

অনীত এদিন কালিম্পংয়ে দলের যুব সংগঠনের সভায় অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘আগের মতো ভোট এবার হবে না। পঞ্চায়েত আমাদের, জিটিএ আমাদের। প্রত্যেকটি সমষ্টিতে আমাদের শক্তিশালী সংগঠন রয়েছে। তাই এবার আমাদের জিততেই হবে।’ এর পরেই অনীত বলেন, ‘পাহাড়ের প্রতিটি সমষ্টি, প্রতিটি বুথ থেকে গোলাপ লামাকে ভোটে লিড দিতে হবে। এটা একরকম বাধ্যতামূলক। যে সমস্ত বুথের ফলাফল ভালো হবে না, সেখানকার নেতৃত্বকে ভোটের পরে সরিয়ে দেওয়া হবে।’ শুধু দলের নেতানেত্রীদেরই নয়, রীতিমতো দলের টিকিটে জয়ী জিটিএ’র সভাসদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যদেরও অনীত একইভাবে সতর্ক করেছেন। পাশাপাশি মিটিং-মিছিলের চেয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের উপরেও তিনি জোর দিয়েছেন।

দলীয় সূত্রের খবর, কালিম্পংয়ের কিছু এলাকায় দলের সংগঠন দুর্বল রয়েছে। যে কারণে পঞ্চায়েত ভোটে বিজেপি এবং বিরোধীরা কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু আসন দখল করেছিল। সেই এলাকার নেতৃত্বকে চাপে রাখতেই তিনি এই মন্তব্য করেছেন।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Kunar Hembram | সোমবার ঝাড়গ্রামে মোদি, তৃণমূলে যোগ দিয়ে বিজেপির অস্বস্তি বাড়ালেন সাংসদ কুনার হেমব্রম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ বিজেপির কুনার হেমব্রম।…

8 mins ago

Nagrakata | জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নয়া কৌশল, জলকষ্ট ঠেকাতে পুকুর খনন নাগরাকাটায়

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: পানীয় জলসংকট মোকাবিলায় এবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নয়া কৌশল পুকুর(Pond) খনন। জলাশয়…

23 mins ago

Aishwarya Rai Bachchan | হাতে প্লাস্টার নিয়েই নজর কেড়েছেন, দেশে ফিরতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন ঐশ্বর্য!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) দিন কয়েক আগেই…

31 mins ago

Balurghat | আত্রেয়ীতে তলিয়ে গিয়েছিল দুই বোন, টোটোচালকের তৎপরতায় বাঁচল প্রাণ

বালুরঘাট: আত্রেয়ী নদীতে (Atrayee River) স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল দুই বোন। অবশেষে এক টোটোচালকের…

43 mins ago

Knife attack | পুঞ্চে ন্যাশনাল কনফারেন্সের সমাবেশে ছুরি নিয়ে হামলা, আহত তিন

পুঞ্চ: ন্যাশনাল কনফারেন্সের সমাবেশ চলাকালীন ছুরি নিয়ে হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। রবিবার জম্মু ও…

60 mins ago

Attempt Murder | চা বাগান মালিককে গুলি করে হত্যার চেষ্টা, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু পুলিশের

কিশনগঞ্জঃ চা বাগানের এক মালিককে গুলি করে মারার চেষ্টা করল তিন দুষ্কৃতী। রবিবার সকালে ঘটনাটি…

1 hour ago

This website uses cookies.