Top News

Madhyamik Exam-2024 | নজর এড়ায়নি পর্ষদ সভাপতির, পরীক্ষা কেন্দ্রে ছাত্রদের হেপাজত থেকে উদ্ধার ৮টি মোবাইল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিকে (Madhyamik Exam-2024) কড়াকড়ি সত্ত্বেও এবারও ফাঁস হয়েছে মাধ্যমিকের প্রশ্ন পত্র। তারপর থেকে আরও সক্রিয় হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু, তা সত্ত্বেও নজরদারি এড়িয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে লুকিয়ে মোবাইল ফোন নিয়ে ঢুকে পড়ছে পরীক্ষার্থীরা। ফের আরও একবার এমনই ঘটনা সামনে এল মালদার কালিয়াচকে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের (Ramanuj Ganguly) সামনেই পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার হল মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ। এ বিষয়ে পর্ষদ সভাপতি বলেন, মোবাইল সহ ধরা পড়লে পরীক্ষার্থীর সব পরীক্ষায় বাতিল হয়ে যায়। এটাই নিয়ম।

জানা গিয়েছে, মঙ্গলবার ছিল ভূগোল পরীক্ষার দিন মালদহের মানিকচক, কালিয়াচক ২ এবং ইরেজবাজার গ্রামীণ এলাকায় পাঁচটি স্কুল পরিদর্শন করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তখন কালিয়াচকের পাঁচকুড়িটোলা হাই স্কুলের কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছ থেকে মোট ৭টি মোবাইল ফোন ও একজনের কাছ থেকে স্মার্ট ওয়াচ উদ্ধার হয়। তাদের প্রত্যেকের পরীক্ষা বাতিল করে দেওয়ার নির্দেশ দেন পর্ষদ সভাপতি।

এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পরীক্ষাকেন্দ্রে লুকিয়ে পরীক্ষার্থীরা আনছে মোবাইল ফোন। কারণ খুব সহজেই ফোন থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে তাঁরা। কিছু মানুষ নিজেদের সুবিধার্থে প্রশ্নপত্র ফাঁস করছে। পড়ুয়ারা যাতে তাদের ফাঁদে পা দেয় তা নিয়ে সতর্ক করা হয়েছে আগেই। তবে এদিন প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে দাবি করেন পর্ষদ সভাপতি।

এদিন তিনি আরও বলেন, এদিন মোট আটজনের কাছ থেকে মোবাইল ও স্মার্ট ওয়াচ উদ্ধার হয়েছে। এরমধ্যে ৬ জনই মালদার। এর পাশাপাশি মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টার জন্য ২৫ জনের কাছ থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের তদন্ত খুব সহজ নয়। পুলিশ পুরোপুরি চেষ্টা চালাচ্ছে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Malda | শান্তির বার্তা নিয়ে সাইকেলে চেপেই প্রচারে উত্তর মালদার নির্দল প্রার্থী

হরিশ্চন্দ্রপুর: যেখানে উত্তর মালদা (Uttar Malda) কেন্দ্রের হেভিওয়েট প্রার্থীরা কখনও বাইক মিছিল, কখনও হুডখোলা গাড়িতে…

5 mins ago

IAF | জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোটে সন্ত্রাসবাদী হামলায় ভারতীয় এয়ার ফোর্সের পাঁচজন জওয়ান জখম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোটে সন্ত্রাসবাদী হামলায় ভারতীয় এয়ার ফোর্সের পাঁচজন জওয়ান…

5 mins ago

North Bengal Medical | মেডিকেলে ফাঁকিবাজি চলছেই, নির্দেশের পরও চালু হয়নি আধারভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ন্যাশনাল মেডিকেল কমিশনের (National Medical Commission) নির্দেশের পর প্রায় ছ’মাস কেটে গিয়েছে।…

29 mins ago

Nagrakata | প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা

নাগরাকাটা: প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা সূর্য প্রকাশ বরাইক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল…

31 mins ago

গরমে শরীর ঠান্ডা রাখে এই ৫ সবজি, জানুন কী কী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম হোক বা শীত যেকোনও সময়েই প্রচুর পরিমাণে সবজি খাওয়া ভীষণ…

34 mins ago

Darjeeling | পাহাড়ে গিজগিজে ভিড়, সুযোগ বুঝে চড়া ভাড়া!

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। স্বস্তি নেই উত্তরেও। শরীরটাকে তাই ‘কুল’ রাখতে পাহাড়মুখী হচ্ছে…

1 hour ago

This website uses cookies.