রাজ্য

ভোটকর্মীদের নিরাপত্তায় মহাকাল পুজো যোগেন্দ্রনগরে

পলাশবাড়ি: কয়েকমাস আগে ঘর ভেঙেছিল বুনো হাতি। সেই রাতেই মহাকাল ঠাকুরের কাছে যোগেন্দ্রনগরের সরস্বতী বর্মন প্রার্থনা করেন, আর যাতে হাতি না ঢোকে বাড়িতে। আর হাতি ঢোকেনি। তাই এবার ৪০ বছর ধরে চলা গ্রামের মহাকালপুজোর প্রতিমা দান করেছেন সরস্বতীই। এদিকে, আর কয়েকদিন পরেই ভোট। রাস্তার ধারে টিনের চালা দেওয়া মহাকাল মন্দিরের পাশেই ভোটগ্রহণ কেন্দ্র। ভোটের সময় যাতে এলাকায় হাতি না ঢোকে, ভোটকর্মীরা যাতে সুরক্ষিত থাকেন, এবারের মহাকালপুজোয় সেই প্রার্থনাও করলেন এলাকাবাসী। বৃহস্পতিবার দিনভর পুজোর পর সন্ধ্যায় নামকীর্তনও হয়।

আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রনগর গ্রামের পাশেই জলদাপাড়া বনাঞ্চল। এই এলাকায় প্রায় রাতেই বুনো হাতি ঢুকে পড়ে। কখনও ঘরবাড়ি ভাঙে। কখনও সাবাড় করে খেতের ফসল ও ঘরে মজুত রাখা ধান৷ তাই হাতিকে মহাকাল ঠাকুর হিসেবেই মানেন স্থানীয়রা৷ বুনো হাতির এমন আতঙ্কের জন্যই ৩৯ বছর আগে মেজবিল থেকে ভান্ডানিরহাটগামী জেলা পরিষদের রাস্তার পাশে যোগেন্দ্রনগরের বাসিন্দা ঘনশ্যাম দেবনাথের উদ্যোগে চৈত্র মাসে মহাকালপুজো শুরু হয়েছিল। এখনও চলছে।

এখানে হাতির পিঠে বসে আছে শিব৷ তিনিই মহাকাল ঠাকুর। সকাল থেকেই দিনভর সেই পুজোয় মেতে ওঠে এলাকার আট থেকে আশি সবাই। পুজোর সরঞ্জাম জোগাড়ে সহযোগিতা করেন কলেজ ছাত্রী অর্চনা দেবনাথ, স্কুল ছাত্রী ধ্রুবা রায়দের মতো অনেকেই।

স্থানীয় গৃহবধূ কুমুদিনী রায়ের কথায়, ‘এই পুজোয় প্রসাদ হিসেবে পাঁচরকমের ফল, রান্না করা ভোগ, দই, চিঁড়ে, মুড়ি ও খিচুড়ি দেওয়া হয়। আর দেওয়া হয় ছিলিম ভর্তি গাঁজা। এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় পুজোর খরচ হয়।’

ভোটের প্রসঙ্গও এবারের পুজোয় গুরুত্ব পেয়েছে। আরেক উদ্যোক্তা সরবালা দেবনাথ বললেন, ‘পাশেই তো ভোটগ্রহণ কেন্দ্র৷ আমরা শান্তিতে ভোট দিতে চাই। আবার বাইরে থেকে যে ভোটকর্মীরা আসবেন তাঁদেরও নিরাপত্তা প্রয়োজন। কারণ, কয়েকদিন আগেই এই এলাকায় হাতি ঢুকেছিল। তাই এদিনের পুজোয় মহাকাল ঠাকুরের কাছে প্রার্থনা করা হয় যাতে ভোটের সময় এলাকায় হাতি না ঢোকে।’

প্রতিবার পুজোর রাতে নামকীর্তনের আসর বসে পূজারির বাড়িতে৷ ওই কীর্তনের মাধ্যমেও এলাকায় যাতে হাতি না ঢুকে সেই প্রার্থনা করা হয়৷ এটাই এখানকার ব্যতিক্রমী নিয়ম বলে উদ্যোক্তা সুরোদিনী বর্মন জানিয়েছেন।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Mamata Banerjee | ‘আদিবাসীদের অধিকার কেড়ে নিতে দেব না’, বাম-বিজেপিকে নিশানা করে হুংকার মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘যতদিন আমি রয়েছি, ততদিন আদিবাসীদের কোনও অধিকার কেড়ে নিতে দেব না।’…

23 mins ago

PM Narendra Modi | ১০ বছরে একবারও সাংবাদিক সম্মেলন না করার কারণ খোলসা করলেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দশ বছরে একটিও সাংবাদিক সম্মেলন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM…

33 mins ago

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই…

1 hour ago

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)…

1 hour ago

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি…

1 hour ago

Ramayana | বাজেট ৮৩৫ কোটি, রণবীর-পল্লবীর রামায়ণকে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছতে চান নিতেশ

তপন বকসি, মুম্বই: রামায়ণ ছবির শুটিংয়ের জন্য আস্ত একটি অযোধ্যা বানানো হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম…

2 hours ago

This website uses cookies.