Tuesday, April 30, 2024
HomeTop NewsMainaguri Storm | এভাবে কতদিন? টর্নেডো বিধ্বস্ত ময়নাগুড়ির গ্রামে প্রশ্ন একটাই

Mainaguri Storm | এভাবে কতদিন? টর্নেডো বিধ্বস্ত ময়নাগুড়ির গ্রামে প্রশ্ন একটাই

সন্দীপ সরকার, ময়নাগুড়িঃ রবিবার বিকেলে আচমকাই ধেয়ে এল টর্নেডো। নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল ময়নাগুড়ি ব্লকের একের পর এক গ্রাম। ঘরবাড়ি সব হারিয়ে আজ নিঃস্ব গ্রামবাসীরা। খোলা আকাশে দিন কাটছে বার্নিশ, মাধবডাঙ্গা, ধর্মপুরের মতো বেশ কয়েকটি গ্রাম। কী করবেন? কী খাবেন? কীভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়েই খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন কয়েক’শ পরিবার। সব হারিয়ে ঝড়ের দু’দিন পরে কেমন আছেন দুর্গতরা?

রবিবার দুপুরের পর থেকেই ময়নাগুড়ির আকাশে ছেয়ে গিয়েছিল কালো মেঘ। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই আছড়ে পড়ে টর্নেডো। মাত্র আড়াই মিনিটের ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যায় ময়নাগুড়ি ব্লকের একের পর এক গ্রাম। টর্নেডো একপ্রকার ধ্বংসলীলা চালায় বার্নিশ, মাধবডাঙ্গা, ধর্মপুর, উত্তর পুঁটিমারি, কয়েরবাড়ি, চকোয়া গ্রামে। ময়নাগুড়ি ও জলপাইগুড়ি মিলিয়ে প্রাণ হারায় মোট ৪ জন। আহতের সংখ্যাও শ’য়ে শ’য়ে। মাথা গোঁজার ছাদ হারিয়ে তাঁদের রাত কাটছে খোলা আকাশের নীচে ত্রিপল টাঙিয়ে। ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়েছে ঘরের যাবতীয় জিনিশপত্র। নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ফসল।

প্রবল ঝড়ের বীভৎসতা প্রাণ হাতে নিয়ে প্রত্যক্ষ করেছেন বার্নিশ গ্রামের এক বৃদ্ধা কল্পনা রায়। তাঁর স্বামী গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনিও গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। নিজের জীবনকে বিপন্ন করে তিনি কোনওক্রমে প্রাণে বাঁচিয়েছেন বছর দেড়েকের নাতনিকে। তিনি বলেন, ঝড় তাঁদের সব কিছু কেড়ে নিয়েছে। ঋণ নিয়েছিলেন ঘর করার জন্য। ঘর তৈরি সম্পন্ন হওয়ার আগেই ভেঙে দিল ঝড়। বাড়ির সামনে একটা দোকান ছিল, সেটারও আজ অস্তিত্ব নেই। এই পরিস্থিতিতে তাঁদের ঘর সংসার চলবে কী করে সেটা ভেবে কুলকিনারা পাচ্ছেন না তিনি। চাইছেন সরকারি সাহায্য।

এই গ্রামেরই বাসিন্দা লিপি রায়। ঋণ করে তিনি চাষবাস করেছিলেন। ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে জমির ফসল। কী করে মহাজনের ঋণ শোধ করবেন, সেই কারণে মাথায় হাত পড়েছে তাঁদের। একই অবস্থা দয়মন্তী বর্মন, অলোকা রায় ও ক্ষীরুবালা রায়দের। তারাও আজ সর্বস্ব হারিয়ে ত্রিপলের নীচে কোনওভাবে দিন অতিবাহিত করছেন। কীভাবে তাঁদের জীবন জীবিকা চলবে তা তাঁদের অজানা। সবাই চেয়ে বসে আছেন সরকারের আর্থিক সাহায্যের দিকে।

যদিও আজ সকালেই ঝড় বিধ্বস্ত গ্রামগুলিতে ত্রাণ পৌঁছে দিয়েছে প্রশাসন। খাদ্যসামগ্রী থেকে রান্নার বাসনপত্র পৌঁছে গিয়েছে প্রতিটি বাড়িতে। দেওয়া হয়েছে ত্রিপল। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন। দেওয়া হচ্ছে দুবেলা খাবার। এভাবে কতদিন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দুর্গতদের মাথায়। তাঁরা চাইছেন মাথা গোঁজার ঠাই। আর বেঁচে থাকার জন্য রসদ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Amit Shah | মমতা-অভিষেক কেন যাননি অযোধ্যায়? বাংলায় এসে কারণ ব্যখ্যা দিলেন শা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাম মন্দির (Ayodhya Ram Mandir Inauguration) উদ্বোধনের দিন অযোধ্যায় যাননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার...

Rachna Banerjee | ‘দিদি নম্বর ১’ থেকে রাজনীতির ময়দান, কত সম্পত্তির মালিক রচনা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) জনপ্রিয় তো বটেই। পাশাপাশি ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা হিসেবেও দর্শকের মন জয় করেছেন। এবার...

Prajwal Revanna | পরিচারিকাদের সঙ্গে অশালীনতা! দেবগৌড়ার নাতিকে বহিষ্কার করল জেডিএস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার (H.D.Deve Gowda) নাতি তথা কর্ণাটকের সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে (Prajwal Revanna) সাসপেন্ড করল...

Kashmir Rain | ভারী বৃষ্টি-তুষারপাত-ধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, বন্ধ স্কুল-জাতীয় সড়ক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দু’দিন ধরে ভারী বৃষ্টি (Kashmir Rain), তুষারপাত এবং ধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বিস্তীর্ণ অংশ। যার জেরে আগাম...

Rekha Patra | গাছের ডাল নিয়ে রেখাকে তাড়া করল গ্রামবাসীরা! কী এমন হল বসিরহাটে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষোভের মুখে বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী রেখা পাত্র (BJP Candidate Rekha Patra)। মঙ্গলবার খড়িডাঙা এলাকায় রেখা পা রাখতেই উত্তেজনা ছড়াল...

Most Popular