রাজ্য

Malda | এলাকায় বিধায়কের দেখা নেই, ক্ষোভে ফুঁসছে সুজাপুর

মালদা: দক্ষিণ মালদা (Malda) লোকসভা কেন্দ্রে তৃণমূলের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইংরেজবাজার। এদিকে গত বিধানসভা নির্বাচনের পর গোঁদের ওপর বিষফোঁড়ার মতো উঠে এসেছে সুজাপুর (Sujapur)। এলাকায় বিধায়কের দেখা না পেয়ে কার্যত ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার বাসিন্দারা। আসন্ন নির্বাচনে এই দুই বিধানসভা এলাকার ভোট ব্যাংক যে শাসকদলকে সমস্যায় ফেলতে পারে, তা কার্যত মেনে নিচ্ছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুজাপুরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার কথাও উঠে এসেছে তাঁর মুখে।

গত লোকসভা নির্বাচনে শাসকদলকে (TMC) একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ইংরেজবাজার। শুধুমাত্র ইংরেজবাজার বিধানসভা এলাকা থেকে বিজেপির ঝুলিতে ১ লক্ষ ৩২ হাজার ৮৬০টি ভোট এসেছিল। সেখানে কংগ্রেস ও তৃণমূলের প্রার্থীরা ভোট পেয়েছিল ৩৭ হাজার ৬০৭টি ও ৩৮ হাজার ৪৭৮টি। স্বভাবতই শাসকদলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ইংরেজবাজার। রাইহান বলেন, ‘এনিয়ে বিগ্রেডে থাকতেই দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। ওনার নজরে সমস্ত কিছু রয়েছে।’

গত লোকসভা নির্বাচনের পর সুজাপুরের ভোট ব্যাংকের গ্রাফ খানিকটা শাসকদলের অভিমুখে ঘুরেছে। গত লোকসভা নির্বাচনে সুজাপুর বিধানসভা এলাকা থেকে শাসকদলের ঘরে এসেছিল ৬২ হাজার ৫৫৮ ভোট। যা শীর্ষস্থানে থাকা কংগ্রেসের থেকে ২৮ হাজার ৬১০টি কম ভোট। তবে গত বিধানসভা নির্বাচনে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকেই রাজ্যের মধ্যে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছিলেন শাসকদলের প্রার্থী আবদুল গণি। কিন্তু গত আড়াই-তিন বছরে গণি সাহেবের চেহারা এলাকায় দেখতে পাওয়া যায়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই ক্ষোভ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই লোকসভা নির্বাচনে। রাইহান বলেন, ‘মানুষ দু হাত তুলে ভোট দিয়ে একজনকে জেতালেন। অথচ তাঁরা বিধায়কের কোনও পরিষেবা পাননি। স্বভাবতই সুজাপুরবাসীর মনে ক্ষোভ থাকাটা স্বাভাবিক। প্রথমেই আমি সুজাপুরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করব। আগামী দুই বছর যেন সুজাপুর বিধানসভার প্রতিনিধিত্ব থেকে বাদ না পড়ে যায় সেই বিষয়ের দিকে বিশেষভাবে নজর দেব।’ বিধায়ককে এলাকায় দেখা না গেলেও রাজ্য সরকারের সমস্ত পরিষেবা সেখানে পৌঁছেছে বলে জানান তিনি।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Delhi | ফের দিল্লির একাধিক হাসপাতালে বোমাতঙ্ক! তল্লাশি অভিযান বম্ব স্কোয়াডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগেই দিল্লির (Delhi) একাধিক স্কুল বোম মেরে উড়িয়ে দেওয়ার…

4 mins ago

Akhilesh Yadav | ওস্তাদো কি ওস্তাদ সেই অখিলেশ

রূপায়ণ ভট্টাচার্য, রায়বরেলি: গৌরীগঞ্জে কংগ্রেসের বহু পুরোনো অফিসের প্রাচীরে তখন পার্টির পতাকা লাগানো হচ্ছিল। অবাক…

17 mins ago

Railway | আলিপুরদুয়ার ডিভিশনে কাজ শুরু, ১৩০ কিমি গতিতে ছুটবে ট্রেন

চাঁদকুমার বড়াল, কোচবিহার: বর্তমানে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (Railway) পাঁচটি ডিভিশনে গড়ে ১০০ থেকে ১১০ কিমি…

19 mins ago

গরমে বাড়িতে বানান আম পোড়া শরবত, রইল সহজ রেসিপি…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমকালের জন্য আদর্শ কাঁচা আম পোড়ার শরবত। গরম যতই অসহনীয় হোক,…

25 mins ago

Abhijit Ganguli | পদ্ম প্রার্থী অভিজিতের মামলা শুনলেন না বিচারপতি সেনগুপ্ত! কেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  পদ্মের অভিজিতের (Abhijit Ganguli) মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High…

37 mins ago

গরমে বাড়িতে পিঁপড়ের উপদ্রবে অতিষ্ঠ? কীভাবে রেহাই পাবেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম বাড়লেই পিঁপড়ের উপদ্রব বাড়ে সারা বাড়িতে। ঘরোয়া কয়েকটি জিনিসেই পিঁপড়ের…

44 mins ago

This website uses cookies.