রাজ্য

Malda | ছিনতাইবাজরা আজও অধরা, মা-বাবার স্মৃতিমাখা গয়নার সন্ধানে ছুটছেন সত্তরোর্ধ বৃদ্ধা

মালদাঃ দু’বছরেও উদ্ধার হয়নি ছিনতাই হওয়া গয়না। মা-বাবার স্মৃতিবিজড়িত সোনার গয়না ফেরত পেতে থানা, উকিল আর জনপ্রতিনিধিদের দুয়ারে আজও হত্যে দিয়ে চলেছেন সত্তরোর্ধ্ব শিখাদেবী। বছর দুয়েক আগে মালদা শহরের মনস্কামনা রোডে পুলিশ পরিচয় দিয়ে তাঁর প্রায় সাড়ে ৩ ভরির স্বর্ণলংকার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। সেই গয়না আজও উদ্ধার করতে পারেনি পুলিশ। গয়না ফেরত পেতে উকিলদের ফি দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। জনপ্রতিনিধিরাও এখন আর পাত্তা দেননা শিখাদেবীকে। অভিযোগ, তাঁদের সঙ্গে দেখা করতে গেলে কুকুর-বিড়ালের মতো তাড়িয়ে দেওয়া হচ্ছে বৃদ্ধাকে। চোখে জল নিয়ে দু’বছরের লড়াইয়ের অভিজ্ঞতা সংবাদমাধ্যমকে জানালেন শিখাদেবী।

বছর পাঁচেক ধরে এই শহরে এক নতুন গ্যাংয়ের আবির্ভাব ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের টার্গেট মহিলারা। প্রাতর্ভ্রমণে বেরোনো একাকী মহিলাদের জনশূন্য রাস্তায় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গায়ে থাকা গয়না খুলিয়ে ছিনতাই করে পালাচ্ছে দুষ্কৃতীরা। শহরের বাঁধ রোড, মনস্কামনা রোড, কুট্টিটোলা, অভিরামপুর, মালঞ্চপল্লি সহ একাধিক এলাকায় মহিলারা এই গ্যাংয়ের শিকার হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই গ্যাংয়ের হদিস করে উঠতে পারেনি পুলিশ।

বার্ধক্যের কারণে পায়ে আর জোর নেই শিখাদেবীর। তাই বাড়ি বাড়ি গিয়ে ইমিটেশনের গয়না আর জামাকাপড় বিক্রির পেশা বাধ্য হয়েই ছাড়তে হয়েছে তাঁকে। সংসারের দায়ভার এখন ছেলে গৌতমের উপর। শুক্রবার শিখাদেবী নিজের আর্জির কথা জানাতে এসেছিলেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্রকে। দু’বছর আগে নিজের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা তিনি খুলে বলেন অম্বরবাবুকে। বৃদ্ধাকে আশ্বস্ত করে অম্বরবাবু জানান, এনিয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন তিনি।

শিখাদেবী বলেন, ‘গোটা ঘটনা কাউন্সিলার, পুরপ্রধানকে জানিয়েছি। শুরুর দিকে তাঁরা আমাকে সাহায্য করবেন বলে জানিয়েছিলেন। এখন তাঁদের দরবারে যাওয়া যায় না। তাঁদের সাঙ্গোপাঙ্গরা আমাকে দেখলেই তাড়িয়ে দেয়। তাই আজ সিপিএম পার্টি অফিসে এসেছি। দু’বছর আগে মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে সকাল ন’টা নাগাদ পায়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। পুলিশের পরিচয় দিয়ে আমার গয়না খুলে নেয় একদল দুষ্কৃতী। আমি থানায় অভিযোগ জানাই। সেই থেকে থানার চক্কর কেটে চলেছি। পুলিশ আমাকে ঘুরাচ্ছে। উকিলবাবুদের কাছে গেলে তাঁরাও ফি নিচ্ছেন, কিন্তু কোনও উপায় করে দিচ্ছেন না। আমার সেই গয়নার সঙ্গে মা-বাবার স্মৃতি জড়িয়ে রয়েছে। গয়না না পেলেও অপরাধীর যাতে কঠোর শাস্তি হয় তা আমি দেখে যেতে চাই। আমি এর শেষ দেখে ছাড়ব।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

BSF | যৌনাঙ্গে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা! ভেস্তে দিল বিএসএফ

হিলি: যৌনাঙ্গে লুকিয়ে শোনা পাচারের ছক ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী। সোমবার বিকেলে হিলি সীমান্ত…

3 hours ago

Delivery Boy | তাপসী পান্নুকে সামনে দেখেও চরম নিস্পৃহ ডেলিভারি বয়, ভাইরাল ভিডিও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের অভিনেত্রীকে সামনে দেখেও নিষ্পৃহ একটি ফুড ডেলিভারি অ্যাপের ডেলিভারি বয়।…

3 hours ago

Lok Sabha Elections 2024 | দিনভর বিক্ষিপ্ত উত্তেজনা! দিনের শেষে শান্তিতেই ভোট, দাবি কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষিপ্ত কিছু উত্তেজনার ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই মিটল পঞ্চম দফার…

5 hours ago

Bengal Police | পঞ্চম দফা ভোটের দিনই অপসারিত পশ্চিম মেদিনীপুরের এসপি, খোঁচা অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে রাজ্য পুলিশে (Bengal Police) রদবদল…

6 hours ago

NBU Researcher Death | গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুতে অধ্যাপকের হাত! অভিযোগ ঘিরে বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে এসে মর্মান্তিক মৃত্যু হয় তরুণী ছাত্রী ববিতা দত্তের। বিশ্ববিদ্যালয়ের পাশেই…

6 hours ago

Asansol | দামোদর নদীতে ডুবে মৃত্যু স্কুল পড়ুয়ার,শোকের ছায়া এলাকাজুড়ে

আসানসোল: বন্ধুদের সঙ্গে দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার।…

6 hours ago

This website uses cookies.