Breaking News

Mamata-Abhishek meeting | জল্পনার অবসান, লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে মমতার বাসভবনে এলেন অভিষেক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার বিকেল চারটা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের (Kalighat) বাড়িতে পৌঁছলেন ডায়মন্ডহারবারের সাংসদ। এদিনই মমতা তাঁর বাড়িতে লোকসভা নির্বাচন নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে অভিষেকের উপস্থিতি নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। সব জল্পনায় জল ঢেলে বৈঠকে যোগ দিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata-Abhishek meeting)।

গত ২৩ নভেম্বর নেতাজি ইনডোরে তৃণমূলের কর্মিসভায় অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্চর্যজনকভাবে সেই সভায় বা আশপাশের চত্বরে কোনও ছবিও ছিল না তৃণমূল সাংসদের। সেই থেকে বিতর্ক শুরু। তার পর বিবিধ ঘটনায় পরিষ্কার হয়ে যায় যে মমতা-অভিষেকের মধ্যে মতান্তর তৈরি হয়েছে। নবীন-প্রবীণ নিয়ে বিভক্ত হয় তৃণমূল। মমতার মতে, পুরোনো চাল ভাতে বাড়ে। মনের বয়স ও যোগ্যতাই আসল ব্যাপার। অভিষেক বিভিন্ন সময়ে নবীনদের হয়েই বিভিন্ন সময়ে ব্যাটন ধরেন। তা ছাড়া এক ব্যক্তির একাধিক পদ আঁকড়ে থাকা নিয়েও অভিষেকের আপত্তি রয়েছে।

তারপর থেকে গত প্রায় দু’মাস তৃণমূলের কোনও সাংগঠনিক কর্মসূচিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিজের নির্বাচন কেন্দ্র ডায়মন্ড হারবারেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে হ্যাঁ, গত রবিবার তাঁর নির্বাচন কেন্দ্রে গিয়ে অভিষেক বলেছিলেন, লোকসভা ভোটে দল তাঁকে পুনরায় প্রার্থী করলে ডায়মন্ড হারবার থেকেই লড়াই করতে চান। তবে দল চাইলে অন্য কেন্দ্রে গিয়েও নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

এদিকে আজ কালীঘাটে নিজের বাসভবনে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মমতা বিশেষভাবে আমন্ত্রণ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রওনা দেন নিজের বাড়ির উদ্দেশ্যে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে ঘাটাল ও মেদিনীপুর লোকসভা কেন্দ্র। এর মধ্যে মেদিনীপুরের সাংসদ হলেন বিজেপির দিলীপ ঘোষ। ঘাটালের সাংসদ হলেন অভিনেতা দেব অধিকারী। এই বৈঠকে প্রার্থী বাছাই নিয়ে আলোচনার কোনও সম্ভাবনাই নেই। আলোচনা হবে শুধুমাত্র জেলার দলের সাংগঠনিক ত্রুটি ও দলীয় কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ লড়াই করতে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Missing MP | ভারতে চিকিৎসা করাতে এসে বেপাত্তা বাংলাদেশের সাংসদ, ঢাকায় নিখোঁজ ডায়েরি পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের এক সাংসদ। নিখোঁজ সাংসদের নাম…

18 mins ago

PM Narendra Modi | রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি, পঞ্চম দফার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পঞ্চম দফা শুরু হয়েছে দেশজুড়ে।…

21 mins ago

Iran President’s chopper Crash | ইরানের প্রেসিডেন্টের ভেঙে পড়া চপারের খোঁজ মিলল, কেউ বেঁচে না থাকার আশঙ্কা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভেঙে পড়া চপারের (Iran President's chopper Crash)…

49 mins ago

Money seized | খড়গপুরে হোটেলে হানা পুলিশের, বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার ৩৫ লক্ষ টাকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের মাঝে ফের উদ্ধার লক্ষ লক্ষ টাকা। এবার উদ্ধার হল…

1 hour ago

West bengal weather update | উত্তরে প্রাক বর্ষার বৃষ্টি, দক্ষিণবঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চম দফার ভোট শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। ভোটের বাংলা দুর্যোগের পূর্বাভাস (West…

1 hour ago

5th phase election | বিক্ষিপ্ত অশান্তি, বাংলায় ৭ কেন্দ্রে চলছে ভোট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ।…

2 hours ago

This website uses cookies.