Top News

Mamata Banerjee | ‘সব দরদ ভুয়ো’, মমতার জলপাইগুড়ি সফর নিয়ে কটাক্ষ বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার বিকেলে বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার বিস্তির্ণ এলাকা। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন রাতেই জলপাইগুড়ি জেলায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি জলপাইগুড়ি হাসপাতালেও যান ঝড়ে আহতদের সঙ্গে দেখা করতে। মমতার এই জলপাইগুড়ি কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আক্রমণ। বাংলার মুখ্যমন্ত্রীকে তোপ দেগে রবিবার রাতেই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেখানে তিনি অভিযোগ করেন, উত্তরবঙ্গের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় উদ্বেগ বা দরদ ভুয়ো।

এদিন তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অমিত মালব্য। সেই ছবিতে দেখা যায় বিজেপির লোকসভা প্রার্থী জয়ন্ত রায় হাসপাতালে গিয়েছেন এবং মনোজ টিগ্গা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলছেন। এই ছবি প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে মালব্য লেখেন, ‘ঝড়ের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গিয়েছেন বিজেপির আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা এবং জলপাইগুড়ির প্রার্থী জয়ন্ত রায়। ঘটনাস্থলে গিয়ে তাঁরা ঘণ্টার পর ঘণ্টা দুর্গতদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের পাশে থেকেছেন। তাঁদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে গিয়ে লাভ কি? এটা তো স্পষ্ট যে উত্তরবঙ্গের প্রতি মমতার দরদ পুরো লোকদেখানো। উত্তরবঙ্গের প্রতি রাজ্যের বঞ্চনার বিষয়টি বঙ্গ বিজেপি তুলে ধরার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছেন রাজনৈতিক ফয়দা নিতে।’

এদিকে গতকাল রাতে জলপাইগুড়ির ঝড় নিয়ে শোকপ্রকাশ করে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এই ঝড়ে অনেকেই তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। আপনজনহারা সেই মানুষদের প্রতি আমি আমার সমবেদনা ব্যক্ত করতে চাই।’ এই পোস্টের পর জলপাইগুড়ির প্রশাসনিক কর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদি। এক্স-এ করা পোস্টে তিনি লেখেন, ‘আধিকারিকদের সঙ্গে আমি ইতিমধ্যেই কথা বলেছি। এই ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের যাতে যথাযথ সহায়তা করা হয়, তা নিশ্চিত করতে বলেছি। আমি বাংলার সকল বিজেপি কর্মীদের অনুরোধ করব এই বির্পযয়ের সময় তাঁরা যেন ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন এবং তাঁদের পাশে থাকেন।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

S Somnath | মন্দিরে মন্দিরে তৈরি হোক লাইব্রেরি! পরামর্শ ইসরো প্রধান সোমনাথের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মন্দির শুধুমাত্র পুজো করার জন্যই নয়, বরং পড়াশোনার ক্ষেত্রেও মন্দিরের গুরুত্ব…

5 mins ago

পাওনা টাকা চাইতে গিয়ে মৃত্যু পৌঁড়ের, এলাকায় চাঞ্চল্য শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার হামিদপুর–বাগেশ্বরীতলা এলাকা…

12 mins ago

North Bengal Medical | টাকার বিনিময়ে মৃত্যুর শংসাপত্র! কড়া পদক্ষেপ উত্তরবঙ্গ মেডিকেলের

শিলিগুড়ি: টাকার বিনিময়ে মৃত্যুর শংসাপত্র (Death Certificate) দেওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ…

58 mins ago

Water Crisis | জলস্তর নেমে যাওয়ায় সমস্যা, পানীয় জলের তীব্র সংকট গঙ্গারামপুরে

বিপ্লব হালদার, গঙ্গারামপুর: তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে গঙ্গারামপুরবাসীর। গোদের উপর বিষফোঁড়ার মতো শহরজুড়ে পানীয় জলের তীব্র…

58 mins ago

Dalkhola | মাদক ব্যবসার স্বর্গরাজ্যে পরিণত ডালখোলা, পুলিশের হাতে ধৃত বাংলাদেশি পাচারকারী

করণদিঘি: বিগত কয়েকদিন ধরেই ডালখোলা, গোয়ালপোখর সহ আশেপাশের এলাকাগুলি মাদক ব্যবসার স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এই…

1 hour ago

Gangarampur | ৪৫-এর ব্যক্তির সঙ্গে কিশোরীর বিয়ে, কনেকে উদ্ধার করল পুলিশ

বিপ্লব হালদার, গঙ্গারামপুর: যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে…

1 hour ago

This website uses cookies.