Breaking News

‘অহংকারী সরকারকে হটাতে হবে’, নবান্নে একজোট মমতা-কেজরি

কলকাতা: ‘কেন্দ্রের বিজেপি সরকারের অহংকার হয়েছে। দেশের মানুষের উচিত এই অহংকারী সরকারকে হটানো’, মঙ্গলবার নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে পাশে নিয়ে এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে আমলা নিয়োগ এবং বদলির রাশ হাতে রাখতে সম্প্রতি সুপ্রিম কোর্টকে টপকে অধ্যাদেশ জারি করেছে কেন্দ্র সরকার। যদিও শীর্ষ আদালত সাফ জানিয়েছিল, আমলাদের বদলি থেকে যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত দিল্লির নির্বাচিত সরকারের। সেই নির্দেশকে টপকে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। আমলা-নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারের সংঘাতের মাঝেই এদিন কলকাতায় আসেন সপার্ষদ কেজরি।

মঙ্গলবার বিকেল ৩টে ১৪ মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছোন কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ সাংসদ রাঘব চাড্ডা সহ অন্যরা। বিমানবন্দর থেকে আপ নেতারা সোজা পৌঁছে যান নবান্নে। তাঁদের স্বাগত জানান খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে তিন মুখ্যমন্ত্রী বৈঠক করেন। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোট গঠন নিয়ে আলোচনা হয়েছে। পরে আপ নেতাদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে বিজেপি বিরোধী সুরই শোনা গিয়েছে সকলের গলায়।

এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘যেসমস্ত রাজ্যে বিরোধীরা ক্ষমতায় রয়েছে সেখানেই বিজেপি সমস্যা তৈরি করছে। তারা সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচিত সরকারকে কাজ করতে দিচ্ছে না। বিজেপি বিচার ব্যবস্থা ও সমস্ত এজেন্সিকে নিয়ন্ত্রণ করতে চাইছে। বিষয়গুলি নিয়ে আমরা এদিন আলোচনা করেছি।’

সুপ্রিম কোর্টকে টপকে কেন্দ্রের অধ্যাদেশ জারির নিন্দা করেছেন মমতা। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি। একমাত্র শীর্ষ আদালতই দেশকে বাঁচাতে পারে।’ কেন্দ্রীয় সরকার গণতন্ত্রকে বুলডোজ করছে বলেও এদিন তোপ দাগেন তৃণমূল নেত্রী।

অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে মমতাকে বড় বোন বলে সম্বোধন করেন কেজরিওয়াল। পরে তিনি বলেন, ‘বিজেপি গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে।’

কেজরির অভিযোগ, ‘বিজেপি মূলত তিনভাবে বিরোধীদের দ্বারা পরিচালিত সরকারগুলিকে সমস্যায় ফেলার চেষ্টা করছে। প্রথমত, যেখানে বিজেপি জিততে পারছে না, সেখানে অন্য দলের বিধায়কদের কিনে নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে নিজেদের সরকার গঠন করছে। দ্বিতীয়ত, বিরোধী দলের সাংসদ-বিধায়কদের ইডি বা সিবিআইয়ের ভয় দেখিয়ে তাঁদের নিজেদের দিকে টানার চেষ্টা করছে। তৃতীয়ত, আইনের অপব্যবহার করে রাজ্যপালের মাধ্যমে অর্ডিন্যান্স পাশ করে অবিজেপি সরকারগুলিকে কোনও কাজ করতে দিচ্ছে না বিজেপি।’

কেজরির সংযোজন, ‘পশ্চিমবঙ্গ, পঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গনায় রাজ্যপালের মাধ্যমে সমস্যা সৃষ্টি করছে বিজেপি। আর দিল্লিতে যেটা হয়েছে সেটা গণতন্ত্রের পরিপন্থী। ওই অর্ডিন্যান্স ঠিক নয়।’

এরপরই আপ সুপ্রিমোর তোপ, ‘কেন্দ্রের বিজেপি সরকারের অহংকার হয়ে গিয়েছে। সাধারণ মানুষের উচিত এই অহংকারী সরকারকে হটানো।’

এদিনের বৈঠকে বিরোধী পরিচালিত রাজ্যগুলির উল্লেখ করে মমতা ও কেজরি দুজনেই লোকসভা ভোটের আগে মহাজোট গঠনের বার্তাই দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও শেষ পর্যন্ত সেই জোট গঠন হয় কিনা, সেটাই দেখার।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

IPL | ইডেন গার্ডেনসে মুম্বই বধ কেকেআরের, প্লে অফের টিকিট নিশ্চিত কলকাতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা…

11 mins ago

Asansol | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের

বারাবনি: বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর ছেলের।…

36 mins ago

Maynaguri | অভাবের চোখরাঙানি উপেক্ষা করে নজির কৃতী পড়ুয়ার, উচ্ছ্বসিত গোটা গ্রাম

ময়নাগুড়ি : দারিদ্র্যের মাঝেও নজির প্রত্যন্ত এলাকার পড়ুয়ার। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ভবানী হাই স্কুলের…

1 hour ago

Siliguri | শিলিগুড়িতে রাতে প্রবল বর্ষণ, কিছু জায়গায় দাঁড়ালো জল

শিলিগুড়ি : অবশেষে প্রবল বৃষ্টি শিলিগুড়িতে। যার ফলে ব্যহত হল শহরের রাতের নগর জীবন। মনে…

2 hours ago

Darjeeling | দার্জিলিঙে হেনস্তার শিকার সমতলের গাড়িচালকরা, ছড়াচ্ছে ক্ষোভ

শিলিগুড়ি: নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করলেও জরিমানা করছে দার্জিলিং(Darjeeling) ট্রাফিক পুলিশ। পাশাপাশি লালকুঠি, হাওয়া ঘর…

3 hours ago

Banarhat | চা বাগানে ঘাঁটি গেড়েছে চিতাবাঘ, শ্রমিকদের আতঙ্ক কাটাতে সচেতনতা শিবির বনদপ্তরের

বানারহাট: বানারহাটের (Banarhat) লক্ষ্মীপাড়া চা বাগানের বিভিন্ন সেকশনে ঘাঁটি গেড়েছে বেশ কয়েকটি চিতাবাঘ (Leopard)। তাই…

3 hours ago

This website uses cookies.