Tuesday, May 21, 2024
HomeBreaking Newsবিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাড়গে! মমতার প্রস্তাবে সায় কেজরিওয়ালের

বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাড়গে! মমতার প্রস্তাবে সায় কেজরিওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার প্রস্তাবকে সমর্থন করেছেন অরবিন্দ কেজরিওয়াল বলে সূত্রের খবর। এই প্রস্তাব নিয়ে খাড়গে বলেন, ‘আগে তো জিতি। তারপরে দেখা যাবে। আমি কিছুই চাই না।’ কংগ্রেস সভাপতির কথায়, ‘কীভাবে জেতা যাবে, আগে তা নিয়ে ভাবা উচিত। জিততে না পারলে প্রধানমন্ত্রী পদ নিয়ে আলোচনায় কী লাভ? বৈঠকে কে, কী বললেন, সেটা বিষয় নয়।’ প্রধানমন্ত্রী কে হবেন, তা পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন খাড়গে।

এদিকে, এদিন বিরোধী জোটের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি, লোকসভায় পরপর বিরোধী সাংসদদের বহিষ্কার করা নিয়ে প্রতিবাদে সরব হওয়ার কথা ঘোষণা করেছেন কংগ্রেসের জয়রাম রামেশ। আগামী ২২ ডিসেম্বর দেশজুড়ে প্রতিবাদে নামবেন বিরোধীরা। বহিষ্কৃত সাংসদরাও এই কর্মসূচিতে অংশ নেবেন বলে খবর।

অন্যদিকে, এদিন বৈঠকের আগে ‘একলা চলো’ নীতি থেকে সরে আসার বার্তা দিয়েছে কংগ্রেস। আগামী লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে সহযোগী দলগুলির সঙ্গে আসন সমঝোতার লক্ষ্যে মঙ্গলবার পাঁচ সদস্যের একটি কমিটি গড়ার কথা ঘোষণা করেছে দল। প্রাক্তন লোকসভা সাংসদ মুকুল ওয়াসনিকের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ এবং এআইসিসির প্রাক্তন মুখপাত্র মোহন প্রকাশ রয়েছেন বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ‘ইন্ডিয়া’ জোটের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠকের দিনই এই পদক্ষেপ করেছেন খাড়গে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Theft Case | মুদির দোকানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তার দাবি ব্যবসায়ীদের

0
চালসা: সরকারি কৃষক বাজারে অবস্থিত মুদির দোকানে দুঃসাহসিক চুরি। খোয়া গেল প্রায় ৪০ হাজার টাকার সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেটেলি ব্লকে। স্থানীয় সূত্রে...

0
এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাটিগাড়ায়। শপিংমল সংলগ্ন রেল সেতুর নিচের ঝোপঝাড়ে ওই দেহ উদ্ধার হয়েছে। দেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ...

Maynaguri | গাছ থেকে উদ্ধার নাবালক-নাবালিকার ঝুলন্ত দেহ, ময়নাগুড়িতে চাঞ্চল্য

0
ময়নাগুড়ি: গাছ থেকে উদ্ধার হল নাবালক ও নাবালিকার ঝুলন্ত দেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালকের বাড়ি ওই...

Sikkim | বর্ষা নিয়ে সতর্ক সিকিম, পাহাড় কাটায় নিষেধাজ্ঞা

0
শিলিগুড়ি: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ কবে হবে, তা এখনও অনিশ্চিত। তবে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় জুন মাসেই বর্ষার আগমন নিয়ে আশাবাদী সিকিম। আর বর্ষা শুরু...

রামের ভোট বামে ফেরা নিয়ে প্রশ্ন

0
  আশিস ঘোষ বামের ভোট গিয়েছিল রামে। এবার রামের সেই ভোট ফিরে আসছে বামে। ভোটের বাজারে মোটামুটি এমনই একটা থিয়োরি বেশ চলছে। মর্মার্থ, বামের...

Most Popular