উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে নকল করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজধানীতে বিতর্ক এখন তুঙ্গে। গোটা বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি। এবার কল্য়াণের অঙ্গভঙ্গি কাণ্ড নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যানকে ‘অশ্রদ্ধা’ করেননি বলেই দাবি করেছেন মমতা। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক পর সাংবাদিক মুখোমুখি হন মমতা। সেখানেই তিনি দাবি করেন, জগদীপ ধনকরকে ‘অশ্রদ্ধা’র প্রশ্নই ওঠে না।
মমতা বলেন, ‘কেন আপনারা এই ধরনের কথা বলেন। আমরা তো সবাইকে শ্রদ্ধা করি। এখানে অশ্রদ্ধার কোনও প্রশ্নই নেই। এই ঘটনাকে রাজনৈতিক দিক থেকে দেখা উচিত। সহজভাবে নেওয়া উচিত। রাহুল যদি ভিডিও না তুলত, তাহলে তো আপনারা জানতেও পারতেন না।’ ধনকরকে ভেঙানো নিয়ে কল্যাণকে সমর্থন করে তৃণমূল নেত্রী বলেন, ‘আমার যা বলার তা বলে দিয়েছি। আজ আমি বাংলার বিষয় ছাড়া, অন্য কোনও বিষয়ে কথা বলব না।’
মঙ্গলবার সংসদের প্রধান গেটের সামনে বসে বিক্ষোভ দেখানোর সময় জগদীপ ধনকরের নকল করে বিতর্কে জড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ধর্নাস্থলে জগদীপ ধনকরের নকল করে দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই অঙ্গভঙ্গির ভিডিও রেকর্ড করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। এই নিয়ে রাজ্যসভার অন্দরে তীব্র প্রতিক্রিয়া জানান জগদীপ ধনকর। প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর এ ব্যাপারে কথা হয়েছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ধনকর। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘তিনি (মোদি) আমাকে বলেছেন, তিনি ২০ বছর ধরে এই ধরনের অপমান সয়েছেন।’ অন্যদিকে, ধনকরকে নকল করার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।