Wednesday, May 15, 2024
HomeTop News‘জয় চন্দ্রযান-৩’, চাঁদ ছোঁয়ায় ইসরোর সাফল্যে দেশবাসীকে অভিনন্দন মমতার

‘জয় চন্দ্রযান-৩’, চাঁদ ছোঁয়ায় ইসরোর সাফল্যে দেশবাসীকে অভিনন্দন মমতার

কলকাতা: ইতিহাস তৈরি করল ভারত। চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩। বুধবার নির্ধারিত সময়েই চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল চন্দ্রযান-৩। এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে পারেনি। ভারতই প্রথম দক্ষিণ মেরুতে পা রাখল।

দেশের এই মহান সাফল্যের পর সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জয় চন্দ্রযান-৩। চন্দ্রাভিযানে এই দুর্দান্ত সাফল্যের জয়। ইসরোর জয়। ভারত যে বিজ্ঞানচর্চায় ও প্রযুক্তিতে কতটা এগিয়ে গিয়েছে, তা আজ প্রমাণ করে দিলেন আমাদের বিজ্ঞানীরা। এখন ভারতও ‘মহাকাশের সুপার লিগে’ খাতা খুলে ফেলেছে।‘

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছেন। চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণে ইতিহাস সৃষ্টির জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু। একইসঙ্গে ভারতই যে প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেল, সেই কথাও টুইটে উল্লেখ করেছেন তিনি।

 

চন্দ্রযান-৩-এর সাফল্যের পর টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গোটা দেশকে গর্বিত করার জন্য ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

চাঁদের এই অদেখা এলাকায় আজ পর্যন্ত পৌঁছোতে পারেনি আমেরিকা, চিন কিংবা রাশিয়া। অথচ এই সব দেশের হাতে চাঁদে মানুষ পাঠানো, চাঁদের মাটি সংগ্রহ করে ফিরে আসার মতো কৃতিত্ব রয়েছে। এবার ইতিহাসের পাতায় যোগ হল ভারতের নাম। ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে চন্দ্রযান-৩-এর সাফল্যের কথা জানানো হয়েছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

0
কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার তখন খুব অল্প বয়স। সেই ছোট্ট বয়স থেকেই বাবা...

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

0
সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি ভাড়া নিয়ে দিনের পর দিন বিস্তর অভিযোগ উঠছে। কিন্তু...

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

0
শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’। ২০২০ সালের ২০ মে তীব্র গতিতে আছড়ে পড়েছিল ‘আমফান’।...

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

0
সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে চলেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। জুন মাসে গবেষণাপত্রটি প্রকাশ হওয়ার কথা।...

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার কোটলায় টস হেরে শুরুতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট...

Most Popular