চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন ভারতবিখ্যাত সারিন্দা বাদক পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। চ্যাংরাবান্ধার পুজোগুলোর মধ্যে বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো নজরকাড়া। বিগত বছর গুলিতে শ্যামাপুজোতে বরাবর বিভিন্ন থিমের মধ্যে বৈচিত্র্য রেখে নিজেদের গৌরব ধরে রেখেছিল এই ক্লাব। এর আগে দুবাইয়ের বুর্জ খলিফা, আযোধ্যার রাম মন্দিরের মতো থিম আলোড়ল তৈরি করছিল দর্শক মনে। এবারে এই ক্লাবের পুজোর থিম বিভ্রম। এদিন পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। ক্লাবের সম্পাদক বিকাশ কুমার সাহা জানান, ‘এবারে আমাদের ৩৪ তম বর্ষ। আমাদের থিম বিভ্রম। মানুষের জীবনের বিভিন্নরকমের বিভ্রান্তি নিয়েই এই থিম।’ জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, “প্রতিবার নিত্য নতুন ভাবনায় চমক রেখে চলেছে চ্যাংরাবান্ধা সীমান্তের এই ক্লাব। দর্শনার্থীদের নজর কাড়বে এবারেও।’
চ্যাংরাবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোর উদ্বোধন করলেন মঙ্গলাকান্ত
RELATED ARTICLES