রাজ্য

আদিবাসী সেঙ্গেল অভিযানের অবরোধে আটকে বহু ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

ডালখোলা: ২০২৩-এর মধ্যে সারনা ধর্ম কোড দেওয়ার দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ভারত বনধ কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের দাবি নিয়ে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ডালখোলা রেলগেট অবরোধ করে সংগঠনের প্রতিনিধিরা। অবরোধের জেরে ডালখোলা সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। রেল সূত্রে খবর ডালখোলা স্টেশনে দার্জিলিং মেল, বারসই স্টেশনে পদাতিক এক্সপ্রেস, তেলতা স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেস, সূর্যকমল স্টেশনে শতাব্দী ও অবোধ অসম এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড়িয়ে পড়ে। যার জেরে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছে।

আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তর দিনাজপুর জেলা সভাপতি দুর্গা মুর্মু বলেন, ‘আমাদের মূল দাবি, ২০২৩ সালের মধ্যে  ভারতের ঐতিহ্যবাহী সারনা ধর্মকে বিলুপ্তির হাত থেকে রক্ষার্থে অবিলম্বে কোড প্রদান করতে হবে। এছাড়া মারাংবুরু (পরেশনাথ পাহাড়)-কে জৈন ধর্মালম্বিদের হাত থেকে দখলমুক্ত করে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে। রাষ্ট্রীয় মান্যতা প্রাপ্ত সান্তালী ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম রাজভাষা হিসেবে মান্যতা দিতে হবে। অসম ও আন্দামানের ঝাড়খন্ডি আদিবাসীদের অবিলম্বে এসটি সূচিতে শামিল করতে হবে। অনৈতিকভাবে কুর্মি মহাতদের এসটি তালিকাভুক্ত করার যে চক্রান্ত বিভিন্ন রাজনৈতিক দল করছে তা বন্ধ করতে হবে। এসব দাবি নিয়েই আমরা আজ ভারত বনধের ডাক দিয়েছি।‘

এদিনের এই অবরোধ কর্মসূচির ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে দেখা যায়। ডালখোলা স্টেশনে আটকে পড়া দার্জিলিং মেলের এক যাত্রী তাপস চক্রবর্তী বলেন, ‘কলকাতা থেকে আলুয়াবাড়ি যাব বলে দার্জিলিং মেলে আসছিলাম। কিন্তু এদিন ডালখোলা স্টেশনে ট্রেন ঢুকতেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে জানতে পারি বিভিন্ন দাবি আদায়ের জন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অবরোধ শুরু করেছে। দীর্ঘক্ষণ এভাবেই আমরা আটকে রয়েছি।‘ অন্যদিকে, এই অবরোধের ফলে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রেল পুলিশ ও ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক সৌম্যানন্দ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Kyrgyzstan | কিরঘিজস্তানে হামলার শিকার বিদেশি পড়ুয়ারা, ভারতীয়দের সতর্ক করলেন জয়শংকর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিদেশি পড়ুয়ারা (Foreign students) হামলার শিকার হচ্ছেন কিরঘিজস্তানে (Kyrgyzstan)। হামলাকারীদের মূল…

2 mins ago

Flight Emergency Landing | ১৩৭ যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যান্ত্রিক গোলযোগের কারণে ১৩৭ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করল এয়ার…

4 mins ago

Afghanistan flood | প্রবল বর্ষণ, বন্যায় আফগানিস্তানে ৫০ জনের মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বর্ষণের জেরে বন্যায় আফগানিস্তানে ৫০ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ…

8 mins ago

Government Tripal | ত্রাণের ত্রিপল বিকোচ্ছে হাটে! তুমুল বিতর্ক মালদায়

মানিকচক: খোলা হাটে চড়া দামে দেদারে বিক্রি হচ্ছে সরকারি সিলমোহর লাগানো ত্রিপল। একটি দুটি নয়…

13 mins ago

নাগরাকাটাঃ এক সপ্তাহও ফুরোয় নি। এর মাঝেই ফের আরো একটি স্কুল তছনছ করলো দলছুট দাঁতাল।…

26 mins ago

HS Result 2024 | বাবা দর্জি, প্রতিকূলতাকে হারিয়ে উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল রুমির

চ্যাংরাবান্ধা:  বাবার ছোট্ট দর্জির দোকানের উপর নির্ভর করে কোনরকমে দিন গুজরান হয় পরিবারের। এই অভাবকে…

39 mins ago

This website uses cookies.