Top News

Maoist commander | যৌথবাহিনীর গুলিতে ঝাঁঝরা ৪ মাওবাদী কমান্ডারের দেহ, নিহতদের মাথার দাম ছিল ৩৬ লক্ষ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাওবাদীদের ডেরায় হানা দিয়ে চার মাওবাদী কমান্ডারকে (Maoist commander) নিকেশ করল সিআরপিএফ এবং পুলিশের যৌথবাহিনী। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের গঢ়চিরৌলিতে। নিহত চার কমান্ডারের মাথার দাম ছিল ৩৬ লক্ষ টাকা। মাওবাদী ডেরা থেকে প্রচুর গোলা-বারুদ, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সিআরপিএফ। চলছে জঙ্গলে তল্লাশি।

গোপনসূত্রে গঢ়চিরৌলি পুলিশের কাছে খবর আসে ছত্তীসগঢ়-মহারাষ্ট্র সীমানার কাছে গঢ়চিরৌলিতে ডেরা বেঁধেছে। তারা তেলেঙ্গনা থেকে প্রাণহিতা নদী পেরিয়ে সেখানে দিন কয়েক আগেই ঘাঁটি গেড়েছে বলে খবর। এরপরই মঙ্গলবার ভোর রাতে গঢ়চিরৌলিতে অভিযান চালায় সিআরপিএফ ও পুলিশের যৌথবাহিনী। এদিন ভোরে কোলামার্কার পাহাড়ি জঙ্গলে যৌথবাহিনী পৌঁছতেই টের পেয়ে যায় মাওবাদীরা। শুরু হয়ে যায় মাওবাদীরদের সঙ্গে গুলির লড়াই। সেই সংঘর্ষে মাওবাদীদের চার কমান্ডার নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। মাওবাদীদের ওই ডেরা থেকে প্রচুর অস্ত্র, বিস্ফোরক, একটি একে-৪৭, একটি কার্বাইন এবং দু’টি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। এখনও এই পাহাড়ি জঙ্গল এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে যৌথবাহিনী।

গঢ়চিরৌলির অতিরিক্ত পুলিশ সুপার যতীশ দেশমুখ জানিয়েছেন, নিহত কমান্ডারদের মধ্যে রয়েছেন, ডিভিসিএম ভার্গিস। তিনি মাঙ্গি ইন্দ্রাভেল্লি এরিয়া কমিটি এবং কুমিরাম ভীম মাঞ্চেরিয়াল ডিভিশনাল কমিটির সম্পাদক। এ ছাড়াও ছিলেন, ডিভিসিএম মাগতু, কুরসাং রাজু এবং কুড়িমেত্তা ভেঙ্কটেশ। এই চার কমান্ডারকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল তেলেঙ্গনা ও মহারাষ্ট্র সরকার। এই চার জনের মাথার মিলিত দাম ঘোষণা করেছিল ৩৬ লক্ষ টাকা।

অনুমান করা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক কষেছিল মাওবাদী এই চার কমান্ডার।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Lucknow | দুই নাথের যুগলবন্দি নবাবি নগরীতে

রূপায়ণ ভট্টাচার্য, লখনউ: গোমতী নদীকে ডানদিকে রেখে গাছপালা ও পার্কের মাঝখান দিয়ে এগিয়ে গেলে পরপর…

6 mins ago

বাজ পড়লে নষ্ট হতে পারে টিভি-ফ্রিজ-মোবাইল, সুরক্ষিত রাখবেন কীভাবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে কালবৈশাখী। বেশ কিছু জায়গা থেকেই আসছে বজ্রপাতের খবর। বহু…

7 mins ago

Siliguri | ঝড়-বৃষ্টিতে দেরিতে ট্রেন, দুর্ভোগ চরমে

সানি সরকার, শিলিগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের জেরে দুর্ভোগে ট্রেনযাত্রীরা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী ট্রেন(Train) তো বটেই, অসম…

23 mins ago

ঘুমের মধ্যেও মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে? যা ডেকে আনতে পারে জটিল রোগ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুমের মধ্যেও মন ছটফট, দুশ্চিন্তার ছোটাছুটি। চোখ বুজলেও মনে চিন্তা ঘুরপাক…

26 mins ago

Islampur | নিম্নমানের কাজের অভিযোগ! রাজ্য সড়ক সম্প্রসারণ রুখলেন কাউন্সিলার

ইসলামপুর: নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা নির্মাণ বন্ধ করলেন স্থানীয় কাউন্সিলার (Councillor) সহ আরও কয়েকজন…

34 mins ago

Pakistan | পাকিস্তানের গদর বন্দরের কাছে বন্দুকবাজের হামলা, মৃত ৭

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) গদর বন্দরের (Gwadar Port) কাছে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল…

37 mins ago

This website uses cookies.